নেট ব্রাউজিঙের সময় আমি ubuntu 9.04 আমি ব্যবহার করি । অন্যান্য কাজে W. xp sp2 ব্যবহার করি। xp তে আমি কোন এন্টিভাইরাস ব্যবহার করি না। এজন্য ২-৩ মাসের মাথায় সেট আপ দিতে হয়। কিন্তু আমার সমস্যা হল, xp সেটআপ দিলে বুট সিস্টেমের ubuntu অপশনটি হারিয়ে যায়। অন্য উপায় না জানায় আমি xp সেটআপের পর আবার ubuntu সেটআপ দেই। যা আমার বুকমার্ক হারিয়ে যায় এবং আরও কিছু সেটিংস নতুন করে দিতে হয়। এ যন্ত্রনা ভাল লাগে না।
উল্লেখ্য :
আমার পিসি তে xp এবং ubuntu দুটি ভিন্ন ড্রাইভে সেটআপ দেয়া।
ubuntu তে আমি Wubi এর সাহায্যে সেটআপ করিনি। নরমার ওয়েতে ম্যানুয়ালী করি ।
আমার IDE হার্ডডিস্ক।
আমার cat-5e ক্যাবলে full duplex ফরমাটে সেটিং করা আছে।
এখন আমি ৩টি সাহায্য চাই:
১. xp সেটআপ দিলেও যাতে ubuntu এর অপারেটিং সিস্টেম হারিয়ে না যায়। অর্থাৎ তারা দুজনে থাকবে আলাদা আলাদা।
২. xp টু ubuntu তে ল্যান কানেকশন দেয়া সম্ভব কিনা না?
৩.ubuntu তে আমি pc to pc কানেকশন কিভাবে দিব? আমি xp তে pc to pc কানেকশন দিতে জানি।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১০ সকাল ৮:২৯