ক'দিন পরে প্রেজেন্টেশন, তাই প্রজেক্টের বিষয়গুলোর মধ্যে নিজেকে ডুবিয়ে চিন্তার সাগরে হাবুডুবু খেতে থাকা অবস্হায় হঠাৎ করেই বাস্তবে ফিরে আসতে হলো ছোট্ট দুটো গুল্লু গুল্লু হাতের খামচি খেয়ে ...ওটাকে আসলে ঠিক খামচি বলে না, ওটা এক ধরনের আদর; আমরা যার নাম দিয়েছি শক্ত আদর... আমরা মানে বুঝেছেন তো ? .... হ্যা ঠিক ধরেছেন ... আমি আর আমার দেড় ফুটি জানের টুকরা কোঁকড়াচুলওয়ালী ... আমি বাসায় বসে কাজ করছি শুনে স্কুল থেকে ফেরার পথে ওর মা এখানে তাকে রেখে গিয়েছে কয়েক ঘন্টার জন্য ... আর যাওয়ার সময় বলে গিয়েছে এসে যেন একটা লক্ষী ঘুম বাবু দেখতে পায় ... যে আমি তাকে ফোনে গল্প শুনিয়ে ঘুম পাড়াই , সেই আমি আজ নিজেকে কোল বালিশ বানিয়ে, ওকে আমার বুকের উপরে শুইয়ে রাখার পরেও গল্প বলছিনা বলেই এমন করে আমাকে চিন্তা সাগর থেকে খামচি মেরে বাস্তবে ফিরিয়ে আনার ব্যাবস্হা নেয়া হলো ...
:: এট্টা গপ্প বলো
> তুমি নাকি আম্মু কাছ থেকে ছড়া শিখেছ তাই শুনাও আগে
:: আমি ঘুম বাবু হবো, একন বলবো না
> আমি তো আগে তোমার শেখা নতুন ছড়া শুনবো , এর পর গল্প বলবো
:: আমি আগে গপ্প শুমবো ...
> উহু, আগে ছড়া ...
:: তুম শিখাই দেও, আমা মন নাই
> আচ্ছা তাহলে বলো তো ... হাম্বার শিং কট কট, হাম্বার কান লটপট ...
:: বলবো না,
> ক্যান ?
:: আম্মু আমাকে নতুন নতুন ছড়া শিকাইসে , ঐটা বলবো
> আচ্ছা বলো
:: নতন নতন তায়রা, মাতায় দিয়ে পায়রা ....
> (খিক খিক) ওরে সোনামনিটা, ওটা হবে নটন নটন পায়রা, মাথায় দিয়ে টায়রা ...
:: তুম পারো ?
> পারি তো ...
:: তাহলে তুম বলো আমি শুমবো
> কিন্তু আমি যে তোমার কাছে শুনতে চাই ...
:: তুম একন আমা কি হইসো ?
> কোল বালিশ
:: উহু, তুম আমা গপ্প বালিশ হইসো, একন গপ্প শুমবো .... নাহলে কিন্তু আমি ঘুম বাবু হবো না
> ঠিকাছে, কিসের গল্প শুনবা ?
:: (কি মনে করে দেয়ালে টানানো একটা ছবি দেখিয়ে বললো ) ঐ ছবিটার গপ্প ....
সেদিক তাকাতেই দেখি ... অনেক বছর আগে তোলা আমার নিজের ছবি, যেখানে অনেকের সাথে আমার মাথায় ও বাংলাদেশের পতাকার মতো লাল সবুজ কাপড় বাধা আছে ... মুচকি হেসে বললাম ...
> আমার মাথায় বাধা ঐ লাল সবুজ কাপড়টার গল্প শুনবা ?
: হু ...
> আচ্ছা শুনো তাহলে ....
অনেক বছর আগের কথা, তখন ঐ লাল সবুজ পতাকা ছিল না ... আমাদের বাংলাদেশ ও ছিল না ... তখন সেখানে অনেক পচা লোক ছিল ... ওরা কি বলতো জানো ... ওরা বলতো এখন তুমি যেমন আম্মু কাছে বাংলা ছড়া শিখছ, আমার সাথে বাংলায় কথা বলছো, গল্প শুনছো এগুলো করা যাবে না... পচা কাজ হোক বা ভালো, ওরা যা বলবে শুধু তাই শুনতে আর করতে হবে ... নিজে নিজে কিছু বলা যাবে না, কিছু করা যাবে না ... কেউ যদি নিজে কিছু ভাল কাজ ও করতে যেত তাহলে পচা মানুষগুলো অনেক কষ্ট দিতো ... এমন করে অনেক দিন হয়ে গিয়েছিলো আর পচা মানুষগুলোও আস্তে আস্তে বেশী পচা হয়ে যাচ্ছিলো ... আরো বেশী বেশী কষ্ট দিচ্ছিলো ভাল মানুষগুলোর সব কিছু জোর করে কেড়ে নিচ্ছিলো ... তখন যারা এমন কষ্ট পাচ্ছিলো সবাই মিলে এই পতাকা তৈরি করেছিল আর বলেছিল আমরা ঐ সব পচা মানুষদের সাথে থাকবো না ... আমরা একলা একলা অনেক বেশী কষ্ট করতে পারবো কিন্তু পচা মানুষদের পচা পচা কথা শুনবো না ... ওদের কাছে থেকে পাওয়া কষ্ট আর সহ্য করবো না ... এই কথা শুনে ঐ পচা মানুষগুলো ভাল মানুষগুলোকে অনেক অনেক বেশী কষ্ট দেয়া শুরু করেছিল, তাই একসময় কষ্টে থাকা ভালো মানুষগুলো আর সহ্য করতে না পেরে ওদের সাথে যুদ্ধ শুরু করে ... তাদের সবার চোখে এমন স্বপ্ন ছিলো -- সকাল বেলা সূর্য উঠলে যেমন রাতের অন্ধকার নাই হয়ে যায়, সে রকম ভাবে ঐ সব পচাদেরকে যুদ্ধে হারিয়ে দিতে পারলে নিজেদের এমন কষ্টের দিন শেষ হয়ে যাবে , তখন সবাই অনেক আনন্দে থাকবে, কোন দুঃখ থাকবে না আর তোমার মত লক্ষী বাবুরা এই লাল সবুজ পতাকা নিয়ে খোলা মাঠে মনের আনন্দে স্বাধীনভাবে উড়ে বেড়াবে ...
:: এপ্পলে কি হইসে ?
> এর পরে ভাল মানুষগুলো যুদ্ধে জিতে গেসে আর পচা মানুষগুলো লজ্জায় মাথা নীচু করে চলে গেছে ...
:: কিসে জিতে গেসে ?
> ওটাকে বলে স্বাধীনতার যুদ্ধ ... তুমি যখন আরেকটু বড় হবে তখন তোমাকে সেই যুদ্ধের গল্প শুনাবো ,ঠিকাছে ? ...
:: আচ্ছা , থিকাসে ... (আঙ্গুল দিয়ে আমার মাথায় বাধা লাল সবুজ পতাকার দেখিয়ে বলে) তুমি আমাক ঐ রকম এট্টা কিনে দিবা ?
> অবশ্যই কিনে দিবো ... বাংলাদেশে গিয়ে তোমাকে অনেক বড় একটা লাল সবুজ পতাকা কিনে দিবো ... কিন্তু, সেটা নিয়ে তুমি কি করবে বলো তো ?
:: (ঘুমে টলটল চোখে তাকিয়ে সে বললো) উমম ..... তুম বলো
> একদিন ভোর বেলা তোমাকে খালি পায়ে নরম নরম ঘাসের উপর দাড় করিয়ে দিবো ... এর পর যখন আমরা দেখবো সূর্য উঠছে, তখন তুমি এই লাল সবুজ পতাকা দুই হাতে মাথার উপরে ধরে পাখির মত উড়ে বেড়াবে ...
এর পর কোন সাড়া নেই দেখে বুকের দিকে একটু ঝুকে দেখি আমার জানের টুকরা কোঁকড়াচুলওয়ালী ততক্ষনে মিষ্টি মিষ্টি হাসিমুখ নিয়ে ঘুমিয়ে পড়েছে ... ওর কপালে ছোট্ট করে একটা চুমু দিয়ে ফিসফিস করে ওর কানে বললাম -- আমার জীবনের অনেক চাওয়া পুরা হয়নি, হয়ত ভবিষ্যতে হবেও না ... তুমি আমার এই লাল সবুজের স্বপ্নটা পুরন কোরো ....
ছবি সূত্র : গুগল থেকে