আমার সেল ফোনে কোন রিং টোন নেই
নেই কোন সুমধুর গানের কলি
নেই কোন মিষ্টি কন্ঠের বুলি
আছে শুধুমাত্র একটি বিপ - টোন
সকাল পেরিয়ে দুপুর আসে
দুপুর গড়িয়ে বিকাল
তারপরে শুরু হয়
অন্ধকার রাতের সূচনা ...
তখন থেকেই বসে আছি
সেল ফোন হাতে
নির্দিষ্ট একটি বিপ টোনের প্রতীক্ষায়
আর কখনোই হয়ত আসবেনা
আর কখনো শুধাবেনা মিষ্টি করে
হ্যালো -- কি খবর ?
সেই বিপ কলটি .......
হয়তো কখনো বকবেনা
বলবেনা - এত দেরী হলো কেন ধরতে
কার সাথে ছিলে এতক্ষন ফোনে ?
রাখবেনা ফোন ধুম করে আমার উপরে.....
হয়ত আর বলবেনা মিষ্টি করে
এত চিন্তা করছো কেন
আমি আছিনা সব ঠিক করে দিব ,
দেখে নিও সব ঠিক হয়ে যাবে ...
সে কি জানে এ বিপ-টোন টি আমার কত প্রিয় ?
জানে কি এটি শুধু একটি কল এ্যালার্ট নয়
এ যে আমার বেচে থাকার প্ররণা
আমার হৃদস্পন্দন, রক্ত কনিনা সন্চালক ...
এখনো বেচে আছি...
এক বুক আশা নিয়ে
একটি বিপ টোনের প্রতীক্ষায় ....