ভারত প্রথমে বলেছিল পাকিস্তানের আশি কিলোমিটার ভেতরে ঢুকে ৩৫০ জন জঙ্গিকে হত্যা করেছে। ঘুড়িয়ে দেয়া হয়েছে জঙ্গি ঘাঁটি। মজার ব্যাপার হচ্ছে, ভিডিও গেমসকে নিজেদের সার্জিক্যাল স্ট্যাইক বলে প্রচার করেছিল। পাশাপাশি ভারতের কিছু অনলাইন মিডিয়া দাবী করেছিল পাকিস্তানের বিমান ভূপাতিত করে আটক করা হয়েছে পাইলটকেও! ভারত আর বাংলাদেশের বেশ কিছু মিডিয়া যৌথভাবে ঐ বয়ান প্রচারে লিপ্ত হয়!! এ খবর শুনে পুরো ভারতবাসী আনন্দে আটখানা। বলিউডের কেউ কেউ তো অভিনন্দন জানাচ্ছিল ভারতীয় বায়ু সেনাদের। এমনকি পাকিস্তান যখন দাবী করেছিল যুদ্ধ বিমান ভূপাতিত করে ভারতের অভিনন্দন (পাইলট)কে আটক করেছিল। ভারতবাসীর আনন্দ মিছিল তখনও থামেনি। বরং ভারত দাবী করেছে ওদের বায়ু সেনার হিসাব ঠিক আছে। ভারতবাসীর আনন্দ তখনও থামেনি!!! বায়ু সেনা...
বাস্তবতা- ভারতের বায়ু সেনার দুইটি যুদ্ধ বিমান যখন পাকিস্তানের সাত কিলোমিটারের মধ্যে প্রবেশ করে তখন পাকিস্তানি এয়ারফোর্সের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে ভুলে জঙ্গলে ১০০০ কেজি ওজনের বোমা ফেলে পালাতে গিয়ে কট খেয়ে যায়। ঐ জঙ্গলকেই ভারত জঙ্গি ঘাঁটি হিসাবে প্রচার করেছে! ৩৫০ জন জঙ্গিকে হত্যার কোন প্রমাণ তো আরো দূরে থাক। আর হ্যা, আরেকজন বায়ু সেনাকে পাকিস্তান সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি অদ্ভূত না? অথচ ভারতীয় বন্দি বায়ু সেনার ভিডিও প্রচার হয়। এখন অভিনন্দন কে পেয়েছে? বায়ু সেনা...
এখন পুনারয় কান্নাকাটি করছে সেনাদের ফেরত আনতে। বায়ু সেনা আরমচে চা পান করতে করতে মুগ্ধ! তাহলে ভারতের উপরোল্লেখিত আনন্দ উল্লাসের এখন কি হবে! কি হলো আর ইন্দো-বাংলা মিডিয়া কি দেখালো!! শুধুমাত্র বিবিসিকে দেখলাম বস্তুনিষ্ঠ খবর প্রচার করেছিল।
পরিশেষে বলতে চাই, যুদ্ধ নয় শান্তি চাই। এ শান্তি এনে দিতে পারে ভারত আর বাংলাদেশী মিডিয়ার ভুয়া নিউজ বন্ধ করার মাধ্যমে। আর ভারত খুবই ছোট জাতের মিথ্যূক রাষ্ট্র। এদের বন্ধু বানানো বাংলাদেশের জন্য খুবই ক্ষতিকর।