মাহী বি চৌধুরীরা যেভাব ধান্ধাবাজ প্রমাণিত হয়-
ফ্লাসব্যাক-০১ঃ গত সিটি কর্পোরেশন নির্বাচনে পরিস্কার-পরিচ্চন্নতার অভিযানের ছবি পোস্ট করেছিল মি. মাহি। বলছিলাম "এখন তো রাস্তা পরিস্কার করেন দুইদিন পর তো রাস্তায় খুজে পাওয়া যাবে না" এই টাইপের একটা কমেন্ট করেছিলাম। রিপ্লাই না দিয়ে ব্লক করলেন। আমিও ব্লক হয়ে মনে করেছিলাম এত ভালো কথা যারা বলে তারা হয়তো দেশটাতে চেইঞ্জ করবে। কোথায় কি!! ধারণা চেঞ্জ করলাম হি ইজ লুকিং ধান্ধাবাজ।
ফ্লাসব্যাক-০২ঃ ২০০৪ সালে বিটিবিতে একটা ভালোবাসার অনুষ্ঠান প্রচারিত হতো। সেখানে মি. মাহীর সাথে তার স্ত্রী লোপা থাকতেন। ভালো উপস্থাপনা করতেন। বিএনপির ট্যাগ পরে ভিবিন্ন মাধ্যমে পরিচিত হন। ওহ.... বলা হয়নি তখন কিন্তু বলেনি সরকারের সাথে জামায়াত আছে এখন আমরা বিটিভির সাথে নেই। নতুন চেতনা আর কি! উল্লেখ্য মি. মাহীর বাবা বদৌরুদোজ্জাহ চৌধুরী বিএনপি থেকে বিতাড়িত হয়ে ক্ষমতার লোভে বিকল্প ধারা গঠন করেছিল। মজার ব্যাপার হচ্ছে তাদের ভোট সংখ্যা জামানত হারানোর ঠেকাতে পারবে কিনা সন্দেহ। উনারাই তাদের প্রাক্তন দল বিএনপির কাছে ১৫০ আসন দাবী করে!! রাজনীতিতে ছেলে প্রমান করছে বাপের জন্মদাতা সে!!
এবার আসি নগদ কথায়। সম্প্রতি মি. মাহী প্লান বি নামে একটা পেজ খুলে বেশ জ্বালাময়ী বক্তব্য দিয়েছে। শুনে সন্তুষ্ট হতে পারে যে কেউ। তার বাবাও দেখলাম আরেকটা ভিডিও ছেড়েছে। সেখানেও যথারীতি ভালো কথা। এতদিন বসে থেকে শেষ সময়ে এসব কথা বলার মানে কি? আগে অচেতন ছিল এখন সচেতন হয়েছে?
না না তা না। ওরা জনগনকে বোকা বানিয়ে ক্ষমতায় যাবার ধান্ধায় মশগুল। এদের মত করে যারা ক্ষমতায় এসেছে তারাও জনগনকে কিছু দিতে পারেনি। গতকাল শুনলাম নাট্যমঞ্চে ঘোষিত ঐক্য প্রক্রিয়া থেকে নতুন করে কিক করা হয়েছে। অতি চেতনা স্বাস্থ্যের পক্ষে যায়নি মি. মাহীর। এইসব চক্র থেকে সাবধান থাকা জরুরী।
সুযোগের অভাবে ভালো এইসব লেজকাটা মাহী বি. চৌধুরীরা ভালো কথার জালে আটকেতে চাচ্ছে জনগনকে। বাস্তবতা ভিন্ন।