এই হাদিসটি তাবলীগ জামাত ব্যাপক ভাবে প্রচার করে। হাদিসের নাম করে নবী সাঃ এর নামে মিথ্যারোপ হিসেবে এই হাদিসটি প্রচারিত হয়ে থাকে। তাবলীগী নিসাবের "ফাজায়েলে তাবলীগ" এই নামে একটি অধ্যায়ই রয়েছে যে "আলেমদের মতবিরোধ (এখতেলাফ) রহমত স্বরুপ"।
আলেমদের মতবিরোধ (এখতেলাফ) রহমত স্বরূপ ।
হাদিসটি জাল। ইবনে হাজম বলেছেন এটি নিতান্তই বাজে কথা। মানাবী সুবকীর উদ্ধৃতিতে বলেছেন, এ হাদিসটি মুহাদ্দিসিনদের নিকট হাদিসটি পরিচিত নয়। এটি কোন সহীহ, যইফ ও জাল সনদেও বর্ণিত হয় নি। আলবানী বলেন হাদিসটি ভিত্তিহীন। (দেখুন: যঈফ ও জাল হাদিস সিরিজ, প্রথম খন্ড ১০৬ পৃষ্ঠা)
সুতরাং জাল হাদিস প্রচার করা আর নবী সাঃ এর নামে মিথ্যারোপ করা সমান অপরাধ। না জেনে করলে ভিন্ন কথা।
আল্লাহ আমাদের কোরআন ও সহীহ হাদিস তাবলীগ করার তৌফিক দান করুন। আমীন।