২য় পর্ব বলার কারণ হলো আপনাদের মাজহাবী ধর্মের আবদুস সবুর খানের সাথে আলোচনা শেষ হইছে। ওই টা ছিল ১ম। আপনি হলেন ২য় মাজহাবী। সুতরাং ২য় মাজহাবীর সাথে এটা আমার আলোচনা।
আলোচনার বিষয়ঃ মুসলিমদের মাজহাব
আমি আবদুস সবুর খানের সাথে আলোচনায় কোন মন্তব্য ডিলেট করি নি। সুতরাং আপনার মন্তব্যও ডিলেট করার প্রয়োজন হবে না বলে মনে করি। কিন্তু যদি প্রয়োজন হয় তবে ভিন্ন কথা। মূলনীতি আবদুস সবুর খানের জন্য যা ছিল আপনার জন্যও তা থাকবে। যদি একমত হন তো জানান।
দলিল হিসেবে আসবেঃ-
১। কোরআন
২। সহীহ হাদিস [সহীহ লি যাতিহী ও সহীহ লি গইরিহি]
৩। হাসান হাদিস [হাসান লি যাতিহী ও হাসান লি গইরিহি]
৪। সাহাবাদের আমল
শর্তাবলীঃ-
১। কোন আলেমের ফাতওয়া """"দলিল""" হিসেবে আসবে না। দলিল শুধু কোরআন, হাদিস এবং সাহাবারা।
২। কোন আলেমের বক্তব্য বা আমল দলিল হিসেবে আসবে না।
৩। কোন তাবেয়ীর বক্তব্য বা আমল দলিল হিসেবে গ্রহণ যোগ্য হবে না।
গুরুত্বপূর্ণ পয়েন্ট
১। আপনি একটা প্রশ্ন করবেন তার উত্তর দিব আমি। অতপর আমি একটা প্রশ্ন করব উত্তর দিবেন আপনি। একবারে শুধুমাত্র একটা প্রশ্ন করা যাবে।
অন্যান্যঃ
১। আপনি আমি ছাড়া কোন তৃতীয় ব্লগার মন্তব্য করতে পারবেন না। শুধু আমাদের আলোচনা দেখতে পারবেন।
২। কোন তৃতীয়পক্ষ মন্তব্য করলে সেটা ডিলেট করা হবে। আলোচনা যাতে সুন্দর মতো সামনে এগিয়ে যায় সে জন্যই এই ব্যবস্থা। কারণ আপনার আমার বক্তব্যের মধ্যে নতুন কেউ মন্তব্য করলে আলোচনার মোড় ঘুরে যাবে।
৩। যারা অজ্ঞ তারা মুসলিম হিসেবে বিবেচিত হবে এবং এই আলোচনার বাহিরে থাকবে।
৪। মাজহাবীরা কাফির মুশরিক বলতে সেই মাজহাবীদের বুঝানো হয়েছে যাদের নিকট সত্য প্রকাশ করা হয়েছে কিন্তু তারা তা মানছে না। সত্য প্রকাশের পর যারা সত্য মানে না তাদেরকেই কাফির মুশরিক বলা হইছে।
আপনি চাইলে আরো কিছু মূলনীতি এ্যাড করতে পারেন।
প্রথমে আমি প্রশ্ন করেছি এটার উত্তর দেন। তারপর আপনার প্রশ্নের উত্তর আমি দিব।
ব্লগার নীলতারা, আপনার নিকট প্রশ্ন ছিল-মাজহাব শব্দের অর্থ ধর্ম, বিশ্বাস। দ্বীন শব্দেরও অর্থও ধর্ম বিশ্বাস। সুতরাং মুসলিমদের মাজহাব বা দ্বীনের নাম কেন ইসলাম হবে না?
অবশ্যই মুসলিমদের মাজহাবের নাম ইসলাম। আমি মুসলিমদের মাজহাবের নাম ইসলাম প্রমাণ করলাম। আপনি কি এ বিষয় একমত?
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪১