ফেলানী আন্দোলনের আজ থেকে দু'মাস পরে পেছন ফিরে তাকিয়ে আমরা কি দেখতে চাই?
একটা ব্যর্থ আন্দোলন, নাকি নৈতিকতায় সমুজ্জল একটা সফল পরিসমাপ্তি?
অপ্রাঙ্গিক ও অকারন ঘৃনাত্মক বাণী হয়তো এই মুহূর্তে মানুষের মধ্যে ঘৃনার আগুন জ্বালাবে, কিন্তু যদি আন্দোলনকে সফলতায় নিয়ে যেতে চান, তবে মর্যাদার বহ্নি জ্বালাতে হবে তার সাথে।
শুধু সস্তা ভারত বিরোধীতা করে জামাত শিবির, তাদের সাথে এক কাতারে যাবেন না, দয়া করে।
যে স্টিকি পোস্ট ঝুলছে, তাতে ডোমের হাতে মৃত মানুষের শরীরের প্রতি তীব্র লালসা জাতীয় বানোয়াট কথা ঝুলছে।
প্রিয় ব্লগ সামুর কপালে এ ধরনের ঘৃনাত্মক বক্তব্য দেখতে চাইনা। তায়েফ কে তাই আহ্বান এ ধরনের বানোয়াট কথা সম্পাদনা করতে।