আগের পর্ব- ১
ভারত
পর্ব-২ পাকিস্তান
প্রথমেই বলে দেই দুটি কথা- এই ব্লগে ভারতেরও অনেক ব্লগার ভাই-বোনেরা আছেন জানি, তাই তাদের কে বলতে চাই, এই পোস্ট সহ আমার আগের পোস্ট গুলো কোন ব্যক্তি, গোস্টি বা গোত্র কে হেয় বা ছোট কিংবা আঘাত করার জন্যে নয়। শুধু মাত্রই মজা করার উদ্দেশ্যে। আমাদের দেশেও এর চেয়ে ঢের মজার কাণ্ড ঘটে থাকে, তা নিয়ে কিছু পোস্ট দেয়ার চেষ্টা করবো(যদি টাইম পাই)
এবার চলেন দেখা শুরু করি-
১) প্লিজ ডোন্ট স্টপ দা মিউজিক, লাইক দা ওয়ে ইউ ডু ইট
২) মাইন্ড খাইয়েন না, সে চা বিক্রি করিতেছে
৩) এইহানে কি ঘটিয়া চলিতেছে তাহা আমার বোধগম্য হইল না
৪) সবি বুদ্ধির খেইল
৫) আমি ভিক্ষা কেম্নে চাহি রে, আমি ভিক্ষা কেম্নে চাই? জ্যোতিষ ব্যাটা হাত দেইখা কয় ভাগ্য রেখা নাই- তাই ডাইরেক্ট ক্যাশ মেশিনে
৬) ওই মিয়া, বুইঝা পারকিং কইরেন
৭) লাগবো না কি?
৮) কারে খাইবেন মানে কোনটা খাইবেন কন
৯) খেয়াল কৈরা
১০) কথা একখান কইছে কিন্তু, একদম খাটি
১১) আরও কি কি যে দেহন লাগবো --------------------
১২) খেয়াল কৈরা-
১৩) আজিব পাব্লিক
১৪) প্রতি চুমুকেই মজ্জাই মজ্জা
১৫) রব নে বানা দি জোড়ি- গাধা-গাধির প্রেম
১৬) আয়না নাই তো কি হইছে? ওয়েবক্যাম আছে না?
১৭) বাচ্চাটাকে মশার কামড় খাওয়াইতাছে, আর হেতে ঘুমায় নাকে তেল দিয়া- বেকুব।
১৮) ভালুবাছা দিবি কি না বল
১৯) এই জাতির কি যে হইবেক রে মনু
২০) দুনিয়া বাহাড় মে যায়, স্টার প্লাস মিস করন যাইবো না
২১) খেয়াল কৈরা-
২২) বুদ্ধির তারিফ কইত্তে হয় যে-
২৩) কাজের ফাকে চাই বি নু দ ন-
২৪) রজনীকান্ত ইন্সাইড
২৫) জাস্ট ডু ইট
২৬) কিছু বুঝা গেলু?
২৭) এক্সপেন্ড করছে (a+b)²
২৮) খাইবা নারিকেল
২৯) পালাবি কোথায়???? কাছে আয় কইতাছি- নাইম্ম্যা আয়
৩০) সর্বাধুনিক প্রজুক্তি ও কারিগরিতায় তৈরি টেম্পু কাম হেলিকপ্টার
--------------------------------------------------------------------
আইজকা আর না। ঘুম বাবাজি কাছে আইছে, ঘুমামু।
গুড নাইট সবাইরে।
ভালা থাইক্কইন।