ক্লাস শেষ করে বাইর হইলাম। সন্ধ্যা হয় হয় করতেছে। আকাশে দেখলাম একগাদা বিদেশী পাখি উড়াউড়ি করতেছে মশার মত!! :#> :#>
আকাশ আর দেখা যায়না, খালি পাখি আর পাখি ! সঙ্গে কিচিরমিচির। ভাবলাম এত্ত ভাল শট তো মিস করা যায়না, গেলাম লেকের পাড়ে। নোকিয়া দিয়া ছবি তুইলা মনে হইল গাছের তলে আন্ধারে কিছুই দেখা যায়নাই। কি করুম ?? গেলাম ব্রিজের উপর । আহা !!! পাখিতে পাখিতে আকাশ পক্ষীময় ! ভাল ভাল কয়েকটা শট নিলাম । এখন উল্টা দিকে ঘুইরা আরও কতগুলা শট নিমু এই চিন্তা করতেছি তখনই শব্দ শুনি ফত ফত ফত !! কি রে ? বৃষ্টি পড়ে কইত্থেকে ?? ঠাস করে আমার নাক ঘেইসা সোয়েটারের উপর একদলা সানসিল্ক আর অলক্লিয়ার শ্যাম্পুর মিক্স আইসা পড়ল ! :-< খাইছে !!! পাখিরা প্রাকৃতিক কর্ম করতে এই শেষ বেলা পছন্দ করছে !!!
দে দৌড় !! দেখি লোকজন যে যা পারে মাথার উপর দিয়া গাছতলা পার হইতেছে , আর আমি কিনা গাছেরই নিচে খাড়ায় আছি !!! কোনমতে দৌড় দিয়া সানসেটের তলে আইসা খাড়াইলাম ! ভাগ্যিস মাথায় গু পড়েনাই !
It was shitting cats and dogs ! :-< :-<
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১২ রাত ২:০৭