কয় কি !!
দেশে গ্যাস ও বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড হয়েছে। সোমবার ২২৩ কোটি ৭০ লাখ গ্যাস উৎপাদিত হইছে (আরও বেশি, ইফতারের পর তো এমনিতেই বেশি গ্যাস উৎপাদিত হয় ) । এখন পর্যন্ত দেশে এটিই গ্যাস উৎপাদনের সর্বোচ্চ পরিমাণ।
কিন্তু প্রশ্ন হইল কয়খান বাসা বাড়িতে এই কারেন্ট গ্যাস গেছে বলতে পারবেন কেউ ??
এতই বেশি কারেন্ট প্রোডাকশন বাড়ছে যে আজকে ফ্যান ছাড়তে গিয়া সুইচে হাত দেওয়ার আগেই কড়া একটা শক খাইছি !!
আর গ্যাসের কথা তো বাদই দিলাম, চাল ধুইয়া পাতিলে চাপায় খালি ম্যাচ জ্বালামু এমন সময়ই দেখি ফুইটা উঠসে !!
আফসুচ, রেকর্ড করার সুবিধা নিতে পারলাম না !
( ইহা শুধুই একখানা রম্য পোস্ট, কেহ সিরিয়াসলি নিলে কর্তৃপক্ষ দায়ী নয়)
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১২ রাত ৮:৩০