বিছানাকান্দী ঘুরেই গিয়েছিলাম পাংথুমাই। বিছানাকান্দীর চেয়ে আমার কাছে পয়াংথুমাই বেশি ভাল লেগেছে। এত সুন্দর জায়গা ছেড়ে আসতে ইচ্ছে করছিলনা ।
আমরা যখন পাংথুমাই পৌছেছি তখন বিকেল গড়িয়ে গেছে, তবুও ভাল লেগেছে অনেক।
১।
ঝর্নার কাছাকাছি যাওয়ার আগেই এই সাইনবোর্ডটা চোখে পড়বে।
২।
ঝর্না দেখা যাচ্ছে। ঝর্নার সামনে একটা ব্রিজ আছে। ভারতীয় গাড়ি চলাচল করছিল দেখছিলাম আমরা।
৩।
ঝর্নার পানি বেশ ঠান্ডা ছিল।
৪।
এই ছবিতে ঝর্নাটা স্পষ্ট দেখা যাচ্ছে।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
সন্ধ্যা নেমে এসেছে।
১১।
পাংথুমাই এত সুন্দর একটা ঝর্না আছে যা দেখে যেমন ভাল লেগেছে তেমনি দুঃখও লেগেছে , কারন ঝর্না আর পাহাড় ভারতে পড়েছে। খুব আফসোস হচ্ছিল কেন এসব আমাদের দেশে পড়ল না।
নেক্সট পোস্টে রাতারগুলের ছবি দিব ইনশাআল্লাহ। সবাইকে শুভ রাত্রি।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৮