ওগো প্রিয়তম
ভালোবাসার পুষ্পমাল্য তোমারে দিয়েছিলেম,
একটু একটু করিয়া ভালোবাসা দিয়া
গাঁথিয়াছিলাম পুষ্পমাল্যখানি!
ছিল ভালোবাসাময় উদ্যান
আজি হেথা শুন্যতা মোর তোমারি জন্য।
তোমার জীবনে শুধুই কি ছিলেম আমি তমস্বিনী?
আমার অম্বরে না হয় থাকিল পুঞ্জমেঘ
তিমির কাটিয়া গ্রহরাজ উঠুক তোমারি অম্বরে।
তুমিহীনা সময়গুলো কতটা পোড়ানিয়া
কেমনে বুঝাইবো?
যদি কোনদিন তোমার মন পুড়ে
দ্বিধা নাহি করিয়ো
ফিরায়ে দিবনা আমি এইটুকু জানিয়ো।
ওগো মোর পরানসখা!
কিসের এতো অহমিকা তোমার?
নয়নে আজি ঘুম নাহি মোর
মনের দরজা খুলিয়া বসিয়া আছি
তবুও তোমায় দেখিতে নাহি পাই ।
হে সখা!
আজো পথো চেয়ে থাকি,
আজোও মালা গাঁথি-ভালোবাসা দিয়া
আমার পুষ্পমাল্য না হয় রহিনু পড়িয়া
তোমারি জন্য।