প্রিয় ৎঁ ৎঁ ৎঁ ,
এই হারানো আমি তোকে লিখছি আমার তাজা কলম দিয়া। কেমন লাগে তোর অপরিচিত হয়ে? আমার কিছু ভালো লাগেনা । নিজেকে আজকাল জিন্দা লাশ মনে হয়। এখন আঁধার আমার লাগে ভাল। তোর জন্য খুব মায়া লাগে। ভাবছিলাম তুই আর আমি মিলা দুঃখহীন পৃথিবী বানামু । এখন সব স্বপ্ন দুঃস্বপ্ন। ইটভাটা যেমন পুড়ে তেমন আমার হৃদয়টা পুইরা ছারখার হইয়া যাইতাছে। অহন রক্তাক্ত আমি। জা না লা খুলতে ইচ্ছে করেনা। আজকাল টিউব লাইট বন্ধ কইরা আঁধার ঘরে বইসা শুধু সামুর লেখা পরি। সামুর অবুঝ পাঠক এই আমি। খুব যান্ত্রিক হয়ে গেছি ইদানিং। শুনলাম তোর আব্বায় কোন এক গ্রাম্য বালিকার সাথে তোর বিবাহ ঠিক করছে? তোর আব্বা একটা খারাপ লোক, অস্থির ভদ্রলোক , বাংলাদেশী দালাল । আর আমার ভালোবাসা অস্তমিত সূর্য-র মত হোক চাই না। যা ইচ্ছা তাই তুই আর তোর আব্বায় করবি তা মাইনা লমুনা। জাতির মামু আমারে বুদ্ধি দিছে। তোর বিবাহের দিন বাংলার লাঠিয়াল পাঠাইতে। তুই যে একটা কালা মনের ধলা মানুষ তা বুঝতে পারছতেছি। আমার দাদু চাচা রা আমার সাথে আছে। আমগো পাশের বাড়ির পণ্ডিত মশাই ও কইছে আমার পাশে থাকব। তোদের বাড়ির মাখন লাল আমারে সব খবর আইন্না দেয়। আমারে লইয়া খেলা করস? আমি ঠিক বুঝছি তোর আর আমার ভালবাসার ভিলেন হইল আদম। সেয়ানা পাবলিক একটা। একজন ঘুণপোকা হইয়া আমগো ভালবাসায় ঘুন ধরাইছে। তোর প্রেমে পাগল হইয়া আমি একটা বই লিখতাছি' তোমার গল্পের মৃত রাজকন্যা'।
যাক, শুনিতে পাইলাম তোর চেহেরা নাকি মদন এর মত হইছে? আগে কত স্নিগ্ধ শোভন দেখতে ছিলি। মেঘদুত-রে দিয়া চিঠি পাঠাইলাম। চিঠির জবাব দিস।
ইতি
মায়াবী ছায়া
যারা প্রথম পর্ব মিস করছেন তাদের জন্য। প্রথম পর্ব এখানে লিঙ্ক দিয়ে দিলাম
http://www.somewhereinblog.net/blog/Odhora/29862877
ব্লগারদের নাম নিয়ে লেখা চিঠি ( ফান পোস্ট) ]
( দয়া করিয়া কেহ কিছু মনে করিবেন না, এটা নিছক ফান ছাড়া আর কিছুই নয়)