আমার মত যারা দুই চক্ষে না দেইখা ৪ চোখে দেখেন তারা আমার এই লেখাটার মর্ম ভালা কইরা বুজতারবেন।
চাইর চক্ষে দেখা মেলা ঝামেলা। চাইর চক্ষে দেখতে দেখতে আর ভালা লাগেনা। কি যে মুশকিল !!
চশমা ছাড়া চোখে মন্দ দেখি। না না কম দেখিনা। ঐ একটু মন্দ দেখি আর কি।
মাঝে মাঝে চশমা খুইজা পাইনা। যখন চশমা খুঁজে পাইনা তখন আমার রাগ চরমে উঠে । আমার চশমা কই গেল?? তখন আমার মা- বোন উনারা আমাকে স্মরণ করায়া দেয় যে চশমা তার জায়গাতেই আছে। মানে আমার চোখেই আছে । সেকি লজ্জা !!
এইটা অবশ্য চোখে বেশি দেখার ফল।
কয় মাস আগে হইল কি আমার খালাতো বোন বেড়াতে আসছে আমাদের বাসায়। এই বোন আবার আমাদের সব কাজিনদের ছোট। ছোট হইলে কি হবে উনার বিবাহ আমাদের আগেই সম্পন্ন হইয়াছিল। যাই হউক, তার ছোট বাচ্চা নিয়া আসছে। দরজায় কাছে এসে দাঁড়িয়েছে। আমি ঘর গুছানোর কাজে ব্যস্ত ছিলাম। আমার চোখে চশমা ছিলনা। আমি দেখলাম একটা মহিলা আসছে সাথে বাচ্চা। আমার বোন ও ঘরে ছিল। তো আমি তাকে চিনতে পারলাম না । যেহেতু আমার বড় আপা বসে ছিল ভাবলাম আপাই কথা বলুক কে, কাকে চায়? আমি দু' বার তাকিয়ে কাজে মনোযোগ দিলাম। এদিকে আমার খালাতো বোন আমার দিকে তাকিয়েই আছে। আমি মনে মনে ভাবছিলাম যে কি ব্যাপার আমার আপা কেন কথা বলছেনা মহিলার সাথে ( আসলে আমার আপা খালাতো বোনের সাথে ইশারায় ঘরে আসতে বলেছিল) ।
আমিতো অবাক একজন মানুষ এসেছে অথচ আমিও কথা বলছিনা আপাও না। ব্যাপারটা আমার কাছে খুব বাজে লাগছিল । তাই আমি আবার মহিলা আর বাচ্চাটার দিকে তাকালাম যেই আমি জিজ্ঞেস করতে যাব যে আপনি কাকে চান ঠিক সেই মুহূর্তে আমার খালাতো বোন আমাকে অবাক করে দিয়ে ( মানে লইজ্জা দিয়ে) বলল ' লাবনী আপা তুমি আমাকে চিনতে পার নাই??' ইশ! কি লজ্জা যে পাইছিলাম।
আমিও স্বাভাবিক হইয়া কইলাম আরে তুই! আগে কথা কইবিনা!
( আমি যে লজ্জা পাইছি তা আর বুজাইলাম না ) ও বুঝতে পারছিল যে আমি ওকে চিনতে পারিনি কারন চোখে চশমা ছিলনা।
শোনেন অপ্রস্তুত অবস্থায় কিছুতেই কাউরে বুজতে দিয়েন না যে আপনি লজ্জা পাইতাছেন। একটা টিপস দিলাম ।
কাহিনী আরও জটিল হইল যখন আমার এক কাজিন শুনল। ও এতো দুষ্ট কি বলব!
এই কাহিনী শুইনা আমার দুষ্ট বইন কইল ' কিরে চশমা ছাড়া মানুষ চিনস না, বিয়ার পর তুই কেমনে জামাই চিনবি ?? ' জামাই চিনবিতো ?? আমি কিন্তু বড় চিন্তিত।
আমিও বইলা দিলাম এহহহহহ চিনমু না মানে, অবশ্যই চিনমু, জামাই বইলা কথা!!
তবে সত্যি কথা চোখে কম দেখি বলে মাঝে মাঝে অনেক খারাপ লাগে। আর এতে কেউ মজা করলে মনটা খারাপ হয়ে যায়। চশমা পড়া কাউকে নিয়ে প্লিজ আপনারা কেউ মজা করবেন না। আল্লাহ সবাইকে একভাবে তৈরি করেনি।