আমার চক্ষে ভালোবাসা খুঁইজবার লাগছো?
ভালোবাসা হইল আয়নার লাহান স্বচ্ছ। আয়নার সামনে চোখ বন্ধ কইরা দাঁড়াইলেও আমরা যেমন ঠিক নিজেগো কল্পনা করবার পারি.... ভালোবাসাডাও তেমন। চোখ বন্ধ কইরাও আমরা ভালোবাসারে ছুঁইবার পারি.... ভালোবাসার আঁচ বুইঝপার পারি।
চোখ বন্ধ কইরা হাজারক্রোশ দূরের মানুষডারে নিমিষেই ছোঁওন যায়। ফিনিক ফোটা জোইস্না রাইতে মানুষডার আঙ্গুলে ভালোবাসার জোনাই হইয়া টিপটিপ কইরা জ্বলন যায়। এই ভালোবাসা দেহানি যায় না... বুঝানি যায় না... কওন যায় না.... খালি কল্পনায় জোনাই হইয়া তারে ছোঁওন যায়। এই ভালোবাসার বসবাস খালি নিজের মইধ্যে... নিজের কল্পনায়...
তাইলে আমরা চক্ষের দিকে তাহাই ক্যান কওতো? চক্ষের দিকে তাহাইলে ভালোবাসার গভীরতা মাপন যায়। মাইনষের সবকিছু মিছা কথা কয়, ধোঁকা দেয় কিন্তু মাইনষের চোখ কোনদিন মিছা কয়না। চোখ হইল কুয়ার মতোন আর ভালোবাসা হইল সেই কুয়ার জল। এইজন্যি চক্ষের দিকে তাহাইলে তৃষ্ণা জাগে, ভালোবাসার তৃষ্ণা।
ছবি: গুগল
অন্যকথা: ব্যস্ততার গাড়িঘোড়ার ট্রাফিক জ্যামে জীবন আটকে গেছে। কবে যে এই জ্যাম ছুটবে বুঝতে পারছি না। এই জ্যামে বসেই লিখছি।
চক্ষে আমার তৃষ্ণা নামে হুমায়ুন আহমেদ স্যারের একটি বই আছে। গতকাল তাঁর প্রয়াণ দিবস ছিল। নামটি সেই বই থেকেই নেয়া।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০২২ রাত ১০:১৩