আমার ভালোবাসার বিমুখতার মাত্রা বেশি।
আমি ফুল ভালোবাসি, ফুলের গন্ধ ভালোবাসি, যেকোন ফুল আমায় মোহিত করে সে হোক যত্নে ফোটা বাগানের ফুল কিংবা জংলায় অথবা রাস্তার ধারে অযতনে বেড়ে ওঠা কোন জংলি ফুল। অথচ আমি যেই ফুল তুলিতে যাই, ফুলগুলো কেমন যেন মুষড়ে যায়, দূর থেকে যেই ফুলের সুবাস পাই, দৌড়ে কাছে গেলে ফুল আর সুবাস দেয়না। সকাল বেলা বকুল কুড়াইতে যাই, গিয়ে দেখি সাতসকালেও বকুলগুলো বাসি ফুলের মতোন দেখায়, শিউলিগুলোও কেমন বাদামী রঙ ধারণ করে থাকে।
আমি বসন্ত ভালোবাসি। বসন্তের কোকিল ভালোবাসি, বসন্তের রঙিন আমেজ ভালোবাসি, বসন্তের নতুন ফোটা কুড়ি দেখতে ভালোবাসি৷ তবে আমার জীবনে কোন বসন্ত আসে না, কোকিলও আর ডাকে না, আমার গাছে শীতের পাতা ঝরার পর নতুন কুড়ি আর আসে না।
আমি জোৎস্না ভালোবাসি, পূর্ণিমার আলোয় নিজেকে অবগাহন করিতে ভালোবাসি। তবে আমি যেবার পূর্ণিমা দেখিতে মুখিয়া থাকব, সেবার পূর্ণিমায় আকাশে মেঘের ঘনঘটা থাকবে, অথবা চাঁদ আলো না দিয়ে আমার প্রতি বিমুখ হয়ে রবে।
আমি নদীর স্থিরতা ভালোবাসি, সবুজ ঘাস ভালোবাসি, সমুদ্রের ঢেউ ভালোবাসি, আকাশ ভালোবাসি, শীতের ঝরা পাতা ভালোবাসি, গ্রীষ্মের রোদ্দুরে ফাটা মাঠ ভালোবাসি, বর্ষায় ভেজা মাটির গন্ধ ভালোবাসি, আমি মানুষের কণ্ঠ শুনতে ভালোবাসি, আমি কোলাহল ভালোবাসি, কারো দুঃখে আমি তার পাশে থাকতে ভালোবাসি।
আমি যারেই ভালোবাসি, সে ই আমার প্রতি বিমুখ হয়ে রয়। যারেই আমি আপন ভাবি, সে আমারে আপন ভাবেনা। যারেই আমি সুখ হিসেবে গুণি, সে আমারে অসুখ হিসেবে গুণে। যারে আমি কাছের ভাবি, সে আমারে দূরের কেউ ও ভাবেনা। যারে আমি প্রিয় ভাবি, সে আমারে অপ্রিয়র খাতায়ও রাখে না।
আচ্ছা, বলুনতো। কেন এ তীব্র বিমুখতা? কেন এ তীব্র উপেক্ষা?? তাহলে কি আমার আশেপাশে সবাই ভুল ছিল?? নাকি আমি নিজেই একটা ভুল?? নিজেই একটা ভ্রান্তি?? বলুনতো??
ছবি: গুগল
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০২২ রাত ১২:১২