একবার হঠাৎই এক বিরানভূমিতে দৃষ্টি পড়িল, যেথায় ফুলে ফলে উপচে পড়িবার কথা ছিল। জমি তখন অবধি উর্বরই ছিল, তবে অবহেলায়- অযতনে তা পাথুরে জমিতে পরিণত হইয়াছিল বটে।
সেই পাথরে কিঞ্চিৎ ফুল ফুটাইবার প্রয়াস করিয়াছিলাম। হোক সে দুর্বা কিংবা ঘাসফুল কিংবা ক্যাকটাস।
অবাক বিস্ময়ে দেখিলাম, সেই বিরানভূমি আর পাথুরে জমি নাই। আকাশে বিস্তর মেঘ জমিয়াছিল, এক পশলা বৃষ্টিতে একগুচ্ছ কদম বৃষ্টিস্নান করিবার পর এক চিলতে রোদে তাকাইয়া দেখি, জমিতে অজস্র সূর্যমুখী ফুটিয়াছে। আর আমার দিকে চাহিয়া কহিতেছে, এই মেয়ে, ফুল নিবা??
ছবি: গুগল
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০২২ দুপুর ২:৩১