২৮ শে মার্চ, ২০০৯ রাত ১১:০৬
গিফার বলেছেন: এইবার কুনু খাবার দিয়া পুতুল বানান দেখি,,,,
২৯ শে মার্চ, ২০০৯ রাত ১০:০৪
গিফার বলেছেন: পুতুল তো কিছু না খাবার টাই হইল মেইন....
২১ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৫৮
~স্বপ্নজয়~ বলেছেন: ডিম পুতুল খাওয়া যায়? খাইতাম মঞ্চায়
২২ শে মার্চ, ২০০৯ রাত ৯:০৮
এন এইচ আর বলেছেন:
আর তোমার ডিম পুতলা দেইখা আমার ডিম খাইতে মন চাইছে। আমি ছুটলাম ডিম দিয়ে কিছু বানাতে।
২২ শে মার্চ, ২০০৯ রাত ১০:১৯
নকীবুল বারী বলেছেন: আমার ডিম পুতুলের চাইতে ডিমের মামলেট খাওয়াটাই বেশি প্রিয়। তবে ডিম পুতুল ভালো লাগছে।
২২ শে মার্চ, ২০০৯ রাত ১০:১৭
রাজামশাই বলেছেন: একটা কতা ..............
ডিম সিদ্ধ করলে কেমনে ডিম পুতুল কেমনে বানাইবো?
২২ শে মার্চ, ২০০৯ রাত ১০:৫৯
পারভেজ বলেছেন:
ডিমপুতুল খেতেও মজার হবে নিশ্চই; কিন্তু হাসলাম তোমার একটা মন্তব্য দেখে!
২৩ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:১১
পার্থিব রাশেদ বলেছেন: ডিম আমার প্রিয় খাদ্য। তাই ডিমপুতুল ভাল লাগল।
ক'দিন আগে আমার ডিমপুতুলের ছবিগুলো দেখে সবার যেমন খানাপিনার ভাবনাটা মাথাচাড়া দিয়ে বসলো যে এইবার আর খানাপিনা-পুতুল না বানিয়ে পারলাম না।
রাজামশাই বলেছেন: একটা কতা ..............
ডিম সিদ্ধ করলে কেমনে ডিম পুতুল কেমনে বানাইবো?
রাজামশাইকে বলছি, সিদ্ধ ডিম এর মাথায় আমার মত করে গাজর কেটে হ্যাট বানিয়ে টুথপিকে গেঁথে বসিয়ে দিন। গোলমরিচ গেঁথে বানিয়ে ফেলুন চোখদুটো। এইবার ঠোঁটের কাছটা হাসিখুশী মুখের মত হাফসার্কেল করে কেঁটে ফেলুন ছুরি দিয়ে। মাঝে ভরে দিন এক টুকরো লাল টম্যাটো বা গাজর। হয়ে গেলো হাসিখুশী মিঃ ডিম্বম্যান।
আর এই মিঃ ডিম্বম্যান খেতে ভাঁঙা পেনসিলেরও মনে হয় কোনো আপত্তি থাকবেনা।আর ভাঁঙা পেনসিলের মত স্বপ্নজয় ভাইয়ার পিচ্চিবাবুটা আদিত্য বা কোনো ভাইয়ার বাচ্চাদের যদি ডিম খেতে অনীহা থাকে বা শ্রুতিমনি, কিন্নরী বা প্রত্যুষ বাবুদের মত কারো কোনো পিচ্চিপাচ্চিদেরকে যদি ডিম খাওয়াতে খুব বেশী বেগ পেতে হয়। তাদের ক্ষেত্রে ডিম্বম্যান ট্রাই করে দেখা যেতে পারে।
নয়তো মিঃ ডিম্বম্যানের পাশে বসা, সিদ্ধডিম গাজরের টুকটুকে মুরগীছানা, ঠিক এমনটিও বানানো যেতে পারে।
আরো বানানো যেতে পারে বনে জঙ্গলে গজিয়ে ওঠা বার্গার মাশরুম আর সাথে পিচ্চি ক্যাটারপিলার বেবী।
এটা বানাতে একটা বানরুটি, একটা সসেজের অর্ধেক, আর কাঁচা ছোটো টম্যাটো লাগবে।
বানরুটির সাথে টুথপিকে অর্ধেক সসেজ জুড়ে দিয়ে হল মাশরুম আর পাতলা স্লাইসগুলো মাশরুমের মাথায় লাগিয়ে দিলাম। আর ছোটো দুটো কাঁচা টম্যাটো জুড়ে ক্যাটারপিলারবেবি বানিয়েছি আর তার চোখ আর ঠোঁট করেছি লালটুকটুক মরিচ কেটে।
গিফার, নকীবুল আর পার্থিব রাশেদের জন্য এক্কেবারে হাফবয়েলড মিঃ এগ। গোলমরিচ আর লবন ছিটিয়ে গরম গরম খেয়ে নিলেই চলবে।
পারভেজ তোমার জন্য দিলাম একটা গাড়ী। কালপুরুষ ভাইয়া আর শামীমকে সাথে নিয়ে সবাই যারা যারা ডিমপুতুল দেখে খেতে চাইছে সবাইকে আমার বাসায় নিয়ে আসো।
সহেলীকে আনতে ভুলোনা যেন নাইলে আমার মাথা ভাঙবে .....