আজ যখন অনিরূদ্ধের পছন্দের ঝুম বৃষ্টি হচ্ছিল ঠিক ঐ মুহুর্তটা পৃথিবীর সবচেয়ে অসহ্যকর মুহুর্ত মনে হচ্ছিল অবনির কাছে।একটা সময় বৃষ্টি খুব একটা ভালো লাগতনা অবনির,যদিও প্রায়ই ঝুম বৃষ্টিতে ভেজা তার অভ্যাস ছিল।সেই বৃষ্টিতে ভেজাটা কেবলই ছিল তার উৎফুল্লতা,দৃশ্যের রোমাঞ্চটা উপলবদ্ধি করতনা কোনোদিন।কিন্তু বৃষ্টির শব্ধটা ভালোলাগতনা অবনির কাছে।মনে মনে নিজের কাছেই একটা প্রশ্ন জুড়ে বসত "আচ্ছা শব্ধ ছাড়া কি বৃষ্টি হতে পারেনা?"এই শব্ধের জন্যেই বেশিক্ষণ বৃষ্টি দেখতে পছন্দ করতনা অবনি।তবে মাঝে মাঝে বৃষ্টিতে ভিজে অনেক আনন্দ পেত অবনি কিন্তু কোনো অনুভূতি কখনোই ছিলনা তার।
অবনি অনেক সুখী একটা মেয়ে ছিল।জন্মের পর তার তেইশ বছরের জীবনে কোনো দুঃখ-কষ্ট জড়াতে পারেনি তাকে।প্রতিটা মুহুর্ত তার উৎফুল্লতায় কাটত।শুধু পরিবারের ছোট মেয়ে বলেই এতো ভালোবাসা পায় যে, তা কিন্তু না।বন্ধু-বান্ধব আত্মীয়স্বজন সবাই তাকে খুব ভালোবাসে।এমনিভাবেই যখন খুব সুখের দিন যাপন করছিল ঠিক ঐ সময় অনিরূদ্ধের আবির্ভাব তার জীবনে।
সবকিছু ভূলে ধীরে ধীরে অবনি কেমন যেন বদলে যেতে লাগলো।অবনি কখনোই দূর্বল চিত্তের মেয়ে ছিলনা,কিন্তু আস্তে আস্তে সে অনিরূদ্ধের প্রতি দূর্বল হয়ে পড়ছিল।সবকিছু থেকে নিজেকে গূটিয়ে ফেলল,বন্ধুদের সাথে যোগাযোগ অনেকটা কমিয়ে দিল।কেবল অনিরূদ্ধের ভালোবাসা তাকে ব্যাকুল করে তুলছিল তখন।ঘন্টার পর ঘন্টা অনলাইনে কথা বলা,এরপরও দিনে অন্তত চার পাঁচবার ফোনালাপ ছিল তাদের নিত্তনৈমিত্তিক কাজ।ঘুম ভোরবেলা অবনির ঘুম ভাঙ্গিয়ে দিত অনি,শূভ সকাল বলে তার দিনের শুরূটা করিয়ে দেয়া ছিল অনির দৈনন্দিন কাজ।তারপর সারাদিনের কর্মব্যস্ততার মাঝেও ফোন করতে ভূল করতনা অনিরূদ্ধ।আবার অবনি যখন ঘুমাতে যেত ঠিক ঐ মুহুর্তে শূভ রাত্রি বলাটট ছিল যেন অনির দায়িত্ব।
আর অবনির কাছে যে বৃষ্টিটা ছিল শুধুই আনন্দ ও উৎফুল্লতার সেই বৃষ্টিকে ভালোবাসতে শিখিয়েছিল অনিরূদ্ধ।অনি বৃষ্টি খুব ভালোবাসে,তাই যখনই বৃষ্টি হত তখনি অবনি ছোট্ট একটা বার্তা পাঠাত "অনি,তোমার পছন্দের ঝুম বৃষ্টি হচ্ছে তাই তোমায় খুব ফীল করছি"।অনিও সাথে সাথে উত্তর দিত "তাহলে চল আমরা আজ এই বৃষ্টির মাঝেই হারিয়ে যাই"।তারপর আবার ফোন করে বলত "টুনটুনি,তুমি বৃষ্টিতে ভিজ আমিও কল্পনায় ভিজব তোমার সাথে"।অবনিকে ভীষন ভালোবেসেছিল অনি।অনির বাবা-মা কেউই জীবিত নেই,তাই সবসময়ই নিজেকে খুব দুঃখী ভাবত সে।কিন্তু অবনি তার দুঃখটাকে ভূলিয়ে রাখার চেষ্টা করত সারাক্ষণ।
অনিরূদ্ধের ভালোবাসার মোহে আটকা পড়ে যখন তাকে আপন করে পাবার প্রত্যাশায় দিন গূনছিল অবনি ঠিক ঐ মুহূর্তে হঠাৎ করেই অনিরূদ্ধ নির্জীব হয়ে গেল।অবনির সাথে কথা বলা বন্ধ করে দিল,একটা মেসেজ এর উত্তর দিচ্ছেনা সে।কত ফোন করেছে অবনি,কিন্তু ফোন রিসিভ করছেনা অনি।অবনি আজ নিজের কাছেই অচেনা হয়ে যাচ্ছে,আর ভাবছে কেনইবা এমন করলো অনিরূদ্ধ?কোনো ভূল করলে তো একবার প্রকাশ করতে পারতো সে!তা না করে সে এরকমভাবে নিজেকে আড়াল করে নিল কেন সে?
এক ইংরেজ ঔপন্যাসিক বলেছিলেন "তুমি সুখের পেছনে ছুটলে সুখ তোমার কাছে ধরা দেবেনা"।তাই অবনি আজ সুখের পেছনে ছুটা বন্ধ করে দিয়েছে আর মনে মনে তার প্রিয় আইজ্যাক আসীমভের একটা কথা আওড়াচ্ছে বারবার "জীবন মনোরম,মৃত্যু শান্তিময়,এ দুয়ের মধ্যকার উত্তরনটুকু ভোগান্তির"।