আমার জীবনের শ্রেষ্ঠ সময় ছিল তখন
অন্য রকম এক অনুভূতি ছিল এ মনে,
সে শুধু ভালোবাসার অনুভূতি।
আমার অদ্ভূত সব পছন্দগুলো জানিয়েছিলাম তাকে
তাঁর মন্তব্য ছিল শুধু একটুকু মিষ্টি হাসি,
সে হাসিটা আমাকও হাসাতো ভীষণ।
আমার অপ্রত্যাশিত আকাঙ্খার কথাগুলো যখন তাঁকে জানালাম
তখন আশার প্রদীপটি জালিয়েছিল সে।
আমি যখন চিত্ত-চাঞ্চল্যতায় উত্ফুল্ল ছিলাম,
আমার উপলব্ধিগুলোকে জাগ্রত করে তুলেছিল একদিন,
আর আমি তখন আবেগের মোহে বিমোহিত হয়ে
নিজের অস্থিত্বকে ভূলে যেতে বসেছিলাম।
অবশেষে সে-ই আবার সব মোহ আর বোধগুলোকে
খুন করে পালিয় বেড়াচ্ছে আজ।
আমার প্রজ্বলিত হতে থাকা প্রদীপটি নিভিয়ে দিয়ে
সে আজ আমার কাছে নির্বাসিত।