আমি আমার রব কে কিরুপে ভুলতে পারি; যিনি সূর্যকে অস্ত করেন আবার উদিত করেন। যার হুকুমে হয় সকাল, হয় সন্ধ্যা। তার ইচ্ছাতেই তো মাটি ফুঁড়ে বের হয় বৃক্ষ; সৃষ্টি হয় গাছ, তরুলতা।
তার স্মরণ থেকে আমি কিভাবে নিজেকে আড়াল করবো? তার হুকুমের প্রতিফলন তো আমার সামনে ঘটতেই থাকে। সকাল কিংবা বিকাল। সে তো এমন এক সত্ত্বা , যাকে ভাবতে শুধু ভালোই লাগে।
কোন এক সাঁঝ সকালে, নির্জন পিচঢালা একাকি রাস্তায়। যখন সূর্যের আলো উকি দিচ্ছিল গাছের ফাকে, যখন গাছগুলো ছিল নিরব জিকিরে ব্যস্ত। সকালের এমন স্নিগ্ধতা আমাকে আমার রব ছাড়া কি সরণ করাবে?
হে রব! আমি যুগ যুগ অপেক্ষাকেও ভালবাসি, আপনার মাফির আশায়।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৭ ভোর ৬:৩৮