সব কিছু আল্লাহ তায়ালা করেন - এটার নাম হল ঈমান ।
আল্লাহই সব করবেন - এটার নাম এক্বিন ।
আল্লাহ তায়ালা ছাড়া কেউ কিছু করতে পারে না - এটার নাম হল তাকওয়া ।
এর বাইরে, কারো অন্তরে যদি যাররা পরিমান বিশ্বাস থাকে, আল্লাহ তায়ালা ছাড়া কেউ কিছু করতে পারে -
তার অন্তরটা পাক হয় নায়, তার অন্তরটা শিরকমুক্ত হয় নায়। শিরকযুক্ত। তার অন্তরটা নাপাক রয়ে গেছে।
আল্লাহ তায়ালা মানুষকে মেহনত করার যোগ্যতা দিছেন আর এই মেহনত কোথায় করবে তাও বলে দিছেন ।এই মেহনতটা করার কথা ছিল আমাদের অন্তরের উপর যেন আমার অন্তরটা শিরক, কুফর মুক্ত হয় । দুঃখজনক হলেও সত্য যে, আমাদের মুসলমানের অধিকাংশ লোকদেরই অন্তর এখনও কুফর মুক্ত হয় নায় , শিরকমুক্ত হয় নায়।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৫