মানুষ সব কিছু চিনে, চেনার চেষ্টা করে কিন্তু আল্লাহ তায়ালাকে চিনে না, চেনার চেষ্টাও করেনা ।
দুনিয়ার প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ তায়ালার অধীনে । আল্লাহ তায়ালা যুগে যুগে বিভিন্ন মখলুকের উপর নিজের কুদরতকে জাহির করে দেখাইছেন । সব কিছু আল্লাহ তায়ালা গায়েবী নিজামের অধীনে । এ কথাকে আল্লাহ তায়ালা প্রমান করে দিছেন ।
ফেরাউনের সমস্ত তদবীরকে আল্লাহ তায়ালা বেকার করে দিলেন আর ফেরাউনকে ক্ষতম করে দেবার জন্য ঐ রাস্তায় নিয়ে গেলেন, যে রাস্তা দিয়া মুসা (আঃ) এবং তার কওমকে পার করে দিলেন ।
সমুদ্রের স্রোতকে আল্লাহ তায়ালা থামাই দিয়া, দুই পাশে খাড়া রাস্তা করে দিলেন ।
এক লাঠির আঘাতে; ওখানে কোন ডিনামাইট মারে নাই, কোন এটম বোমা মারে নাই ।
মামুলি এক লাঠির আঘাতে, এই লাঠি দিয়া আঘাত করতে বলছে,
"হে মুসা, তোমার হাতের লাঠি দিয়া সমুদ্রে আঘাত কর।"
হযরত মওলানা ইউসুফ (রহঃ) বলেন, মুসা (আঃ) ঐ লাঠি দিয়া সমুদ্রে আঘাত করেন নাই । বরং সমস্ত দুনিয়ার আকল ওয়ালাদের আকলে লাঠি মারছেন । তোমার আকলের উপর লাঠির আঘাত, তুমি আকল বুদ্ধি দ্বারা কুদরতকে বুঝবে না ।
ঈমান আন !
এক্বিন কর,
না দেইখা,
না বুইঝা এক্বিন কর আল্লাহর প্রতি
তোমার আকলকে, বুদ্ধিকে দৌড়াইওনা এখানে যে, কিভাবে আল্লাহ তায়ালা করবেন । আল্লাহ তায়ালা কিভাবে করবেন,
তোমার আকলে এটা ধরবেনা ।
তোমার আকলে এতো শক্তি নাই
তোমার আকলে এতো জায়গা নাই যে , আল্লাহ তায়ালার এলেমকে ঐটা নিতে পারে ।
এই আকল আল্লাহ তায়ালা তোমাকে দেয় নাই ।
তোমার আকল অতি ক্ষুদ্র ।