আজকাল প্রায়ই সজিবকে মন খারাপ করে থাকতে দেখি।আগে দিনের বেসির ভাগ সময়ই আমরা একসাথে আড্ডা দিয়ে কাটাতাম কিন্তু এখন সজিব আমাদের সময় দেয়না এর পিছনে একটা কারন আছে আগে সজিব ছিল অবিবাহিত কিন্তু এখন সে বিবাহিত তাও আবার প্রেম করে বিয়ে করছে।প্রেম করে বিয়ে হলেও দুই পরিবারের সম্মতিক্রমে বিয়ে হয়ছে।
এখন আসি মুল কথায় সজিব এর মন খারাপ দেখে আমি জিজ্ঞাস করলাম দোস্ত সারাদিন এত মন খারাপ করে থাকিস কেন?আগে কত হাসিখুসি একটা ছেলে ছিলি অথচ এখন আর আড্ডাই ও আশিসনা বিসয়তা কি এক্তু খুলে বল।ও একটা কথা বলতে ভুলে গেছি সজিব কিন্তু আমাদের সাথেই পড়ালেখা করে অরতাথ সে বেকার ।সজিব বলে দোস্ত আমার মা আর বউ একজন আর একজন কে সহ্য করতে পারেনা এখন আমি কি করব কিছু বুঝতে পারছিনা এই কথা বলার পর পরই সজিব এর কাছে তার মার ফোন বাসায় আয় তারাতারি।সজিব বাসায় চলে যাই আর বলে দোস্ত সন্ধায় দেখা হবে।বাসায় গিয়ে দেখে সেই একি অবস্থা মা আলাদাভাবে ডেকে নিয়ে বলে এই বউ এর সাথে আমার থাকা সম্ভব না আবার বউ আলাদাভাবে ডেকে নিয়ে বলে সজিবের মায়ের সাথে থাকা সম্ভব নয়।কিন্তু সজিব দুজনের কাউকেই ছাড়তে চাইনা তাই সে আত্মহত্যা করল।
এখনও আমি অনেক আশা নিয়ে বসে থাকি কখন আমার দোস্ত আসবে র বলবে একটা বিড়ি খাওয়া। সজিব এর মা এবং বউ এর মত অনেক পরিবারে এই সমস্যা আছে তাদের উদ্দেশে একটি কথাই বলব শাশুড়িকে নিজের মা ভাবুন আর শাশুড়িরা বউ কে মেয়ের মত ভাবুন তাহলে দেখবেন ছোটখাটো ভুল কিছু মনে হচ্ছেনা তা না হলে সজিবের মত আবার সবাইকে কাদিয়ে যে চলে যাবে না এর নিশ্চয়তা কোথায়?