বর্ষার প্রথম দিনে
একতোড়া কদমফুল রেখেছি স্বজতনে।
গন্ধরাজেরর ঘ্রানের ছড়াছড়ি এখনো হচ্ছে চারিপাশে।
হাত ভরা কাঁচের চুড়ি
খুব সখ করে সেদিন কপালজুড়ে টিকলি পরেছিলে।
মনে পড়ে সেদিন?
কাজল দিয়ে চোখ ভরেছিলে।
আমি বলেছিলুম
উন্মাদ হ্যা আমি এক উন্মাদ তোমার সর্বগ্রাসী মায়ায়।
মনে পড়ে সেদিন?
তুমি খিলখিল করে হেঁসেছিলে।
বর্ষার প্রথম দিনে
গভীর অভিমানে দু'চোখ ভরে বৃষ্টি নেমেছিল তোমার
মনে পড়ে?
সেইতো বর্ষার প্রথম দিনে।
গাড় নীল তোমার প্রিয় বলেছিলে,
মেঘ হারিয়ে গেলে নীল আকাশ দেখেছি আমরা দুজন মিলে।
মনে পড়ে?
সেই বর্ষার প্রথম দিনে
বলেছিলে কভু হারাবেনা দুরে, হবেনা চোখের আড়াল
খুব করে ভিজে চুপসে গিয়ে শীতে,
আমায় কথা দিয়েছিলে।
চেয়ে দেখো নীল আজ চেয়ে দেখো
তোমায় ঘিরে কত আয়োজন
বর্ষার এই প্রথম দিনে।
রেখেছি কাঁচের চুরি কদম গন্ধরাজ
সুঘ্রানে চারিদিক যাচ্ছে ভরে।
এতো কেনো ঘুমাও, জেগে সাড়া দাও
এইতো এসেছি আমি,
তোমায় নিয়ে ফিরব বলে নীড়ে।
জাগবে কদম নাচবে গন্ধরাজ মাতাল চারিপাশ
আবারো তুমি আমি সেই প্রেম জমবে বলে,
বর্ষার প্রথম দিনে।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৫ রাত ১:৩১