আমার বয়স এখন ১৭।
তার মানে আমার বুঝার বয়স হয়েছে ৬-৭
বছর।
আমি দেখতেছি দেশটা কিভাবে পরিবর্তন
হচ্ছে।
তবে এই ৬-৭ বছর সময়ে আমি শুধু
রাজনৈতিক সহিংসতাই দেখেছি।
দেখেছি রাজনীতির নামে ছাত্র সমাজের
অস্ত্র হাতে দৌড়ানো।
অনেক মায়ের বুক খালি হতে দেখেছি।
হয়তো কিছু কিছু রাজনীতিক সুফল দেখেছি,
।
খুবিই নগণ্য।
এখন ১০ বছরের একটা ছেলের
ধারনা রাজনীতি মানে মারামারি।
আমিও বৈ কি?? ধারনা এত নিচু হবে নাই
বা কেন??
রাজনীতি তো শুধু অনৈতিকতা শিখাচ্ছে।
রাজনীতির নামে চলছে ধবংষ,
হত্যা,মারামারি।
এদেশের যুব সমাজ এইসবিই শিখছে।
কালের পরিক্রমায়
রাজনীতি শব্দটি হয়তো গালি হিসেবে ব্যাব
হবে।
আমরা হয়তো রাজনীতি জিনিসটাকে চিরক
ঘৃনাই করে যাব।