মেঘদল ভেসে চলে অতৃপ্ত বাতাস ভারী করে।
ঈশান কোনের মেঘ পত্র ঝড়ার গান হয়ে
ঝড়ে আঁচলের রং মলিন করে,
একটা প্রশ্ন নিয়ে রোদের অপেক্ষায় ছিলাম,
মাটির ঘরে রোদ আসেনি,
আমার আর প্রশ্ন করা হয়না।
ভেজা মাটির ঘ্রাণে হারানো মন আবেশে ডুবে রয়,
ক্ষয়ে যায় সময়, সরে যায় ভাবনার অতলে
লুকিয়ে থাকা মগ্নতা।
সকল চিন্তা ছাপিয়ে বর্তমানের পথে হাঁটা
তাচ্ছিল্যের খাতায় পড়ে থাকে প্রশ্ন গুলো।
আবর্তিত কালের খেয়া তীরে এসে পাল শুকায়
বড্ড দেরি হয়ে গেছে, উন্মত্ত সাগরের ঢেউ আর নেই,
আর প্রশ্নগুলো জলহীন পলিতে উত্তরের অপেক্ষায়।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৪