কিশোর হিটলার দুষ্টোমি করে বন্ধুদের বলেছিলেন- আমাকে জার্মানীর প্রেসিডেন্ট বলে মিছিল দিলে সবাইকে মিষ্টি খাওয়াবো।
শ্লোগান শেষে কথামত হিটলার সবাইকে মিষ্টি খাওয়ালেন।
খাওয়া শেষে বের হবার পথে দোকানদার হিটলারের কাছে মিষ্টির বিল চাইলেন।
হিটালার: আমি জার্মানীর প্রেসিডেন্ট। কেন বিল দিব?
দোকানদার: কে বললো তুমি জার্মানীর প্রেসিডেন্ট?
হিটলার: সবাই আমাকে জার্মানীর প্রেসিডেন্ট বলে শ্লোগান দিলো। তুমি দেখেছো নিশ্চই?
১৯৩৩ সালে হিটলার যখন জার্মানীর প্রেসিডেন্ট হলেন। তার প্রথম কাজ কি হবে? তা জানতে চাওয়া হলে তিনি বলেন: আমার প্রথম কাজ ওই মিষ্টি দোকানদারের বিল পরিশোধ করা!
১২৫ বছর আগে ঠিক জন্ম নিয়েছিল ইতিহাস বিখ্যাত স্বৈর শাসক আডলফ হিটলার। তাই তার জন্ম শুভ বলা কি ঠিক হবে? যার জন্মের ফলে ১৭ মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে তার জন্ম কি শুভ হতে পারে?
হিটলার কিংবা তার শাসনামল স্ব-চক্ষে আমি দেখিনি। তবে স্বৈর শাসনের কিছুটা স্বাদ বলা যায় পেয়েছি। পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হিসেবেই যে হিটলারের নাম সবার হৃদয়ে তার সততা ও নৈতিকতার দৃষ্টান্ত দেখেও আমি অবাক হই। আমার দেখা একনায়কতান্ত্রিক রাজনৈতিক দল ও নেতাদের রাক্ষুসে নিষ্ঠুরতা যে হিটলারের নাৎসি পার্টির প্রচলিত রুপকথার চেয়েও ভয়ংকর…