চাঁদে পানি, হয়ত আছে প্রাণও
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
চল্লিশ বছর আগে বিজ্ঞানী নীল আর্মস্ট্রং প্রথম চাঁদের বুকে পা রেখেছিলেন৷ মহাকাশ থেকে তিনি নিয়ে এসেছিলেন চাঁদের নানা তথ্য৷ তারপর ১৯৮৪ সালে রাকেশ শর্মা চাঁদের বুকে পা রাখেন৷ তিনি বয়ে এনেছিলেন চাঁদের মাটি৷ এবার চন্দ্রযান নিয়ে এল চাঁদের বুকে জলের অস্তিত্বের খবর৷
ইসরোর বিজ্ঞানীদের দীর্ঘদিনের প্রয়াসকে সার্থক করে চন্দ্রযান চাঁদে পানির খোঁজ করেছে৷ চন্দ্রযানের এই সফলতা মহাকাশবিজ্ঞানের জগতে এক নতুন দিগন্তের সূচনা করবে৷ পানি থাকা মানে সেখানে নিশ্চয়ই প্রাণের অস্তিত্ব রয়েছে৷ ইসরোর বিজ্ঞানীরাও সেই অনুমানই করছেন৷ তবে চাঁদে যদি কোন প্রাণী থাকে তাহলে তার হাঁটা-চলা বা ওড়ার কোন শক্তি থাকবে না৷ কারণ চাঁদে মাধ্যাকর্ষণ শক্তি নেই৷ সেখানে যে প্রাণীই থাকবে তাকে ভেসে থাকতে হবে৷
আসা যাক ইসরোর এই সফলতার প্রশ্নে৷ দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা প্রয়াস চালাচ্ছিলেন চাঁদ সংক্রান্ত নতুন তথ্য আবিষ্কার করার জন্য৷ তবে ইসরোকে এই ব্যাপারে সর্বতোভাবে সাহায্য করেছে নাসা৷ চন্দ্রযান তার মিশনে সফল হবার পরে এই খবরটি নাসাই প্রথম মিডিয়ার কাছে প্রকাশ করে৷ চন্দ্রযানের পেছনে ৩৮০ কোটি টাকা ব্যয় করা হয়েছিল৷ ভারতের মত দেশের পক্ষে এটা কোন সহজ ব্যাপার ছিল না৷ অতি সন্তর্পনেই চাঁদে এই স্পেসক্রাফ্টটাকে পাঠানো হয়৷ তবে চন্দ্রযানের অভিযানটি সফল হওয়ার সঙ্গে এই ব্যয় সর্বোপরি স্বার্থক হয়েছে বলা যায়৷
চাঁদে যে পানি আছে তার প্রথম প্রমাণ ইসরোর বিজ্ঞানীরা পেয়েছিলেন ব্যাঙ্গালুরুতে৷ হাইপর স্পেক্ট্রাল বিজ্ঞানীদের চাঁদে গামা রে এবং স্পেক্টোমিটারের সন্ধান দিয়েছে৷ মুন মেনরোলজি যখন চাঁদের উত্তর-দক্ষিণ প্রান্তের স্ক্যানিং পাঠায় তখন বৈজ্ঞানিকরাও সেই স্ক্যানিং দেখে আশ্চর্য হয়ে যান৷ এরপর নাসা এবং ইসরোর বিজ্ঞানীরা মিলে এই বিষয়টি নিয়ে গবেষণা শুরু করেন৷ নাসার কিছু পুরোনো মিশনের তথ্য খুঁজে বার করা হয়৷
এর আগে নাসার মিশন 'কসিনি' শনি গ্রহের পথে চাঁদের কিছু ঝলক পাঠিয়েছিল৷ তার মধ্যে চাঁদে হাইড্রোজেনের উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছিল৷ তার আগে নাসার ' ডিপ ইম্পেক্ট' চাঁদের যে ছবি পাঠিয়েছিল তাতে হাইড্রোজেনের উপস্থিতির চিহ্ন পাওয়া গিয়েছিল৷ চন্দ্রযান পাঠানোর আগে বিজ্ঞানীরা এইসব পুরোনো তথ্যগুলোকে নেড়েচেড়ে দেখেন৷ তারপরেই চন্দ্রযানকে পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেন৷ চন্দ্রযান চাঁদ সংক্রান্ত অনেক অজানা তথ্য বার করতে সফল হয়েছে৷ চন্দ্রযানের আবিষ্কৃত তথ্য অনুয়ায়ী চাঁদে অক্সিজেন ও হাইড্রোজেন মিলে পানির সৃষ্টি করেছে৷ চাঁদের উত্তর-দক্ষিণ প্রান্ত যা সব সময় অন্ধকারে ঘেরা থাকে সেখানেই রয়েছে পানি৷
চন্দ্রযান-১ এর সফলতার পরে ইসরোর বিজ্ঞানীরা চন্দ্রযান-২ এর মিশনকে সফল করার কাজে জুটেছেন৷ চন্দ্রযান-২ এর সঙ্গে বিজ্ঞানীরা একটা রোবোটিক রোবার পাঠাবেন যা চাঁদে জলের গভীরতার পরিমাণ জানতে সাহায্য করবে৷ চন্দ্রযান-২ হয়ত চাঁদ সংক্রান্ত আরও অজানা তথ্যের সন্ধান নিয়ে আসবে।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।
এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন