মাঝে মাঝে হয় এরকম
একদম ব্ল্যাংক
ভালো-মন্দ, শুভ-অশুভ, আশা-নিরাশা এবং রঙ
কিছুই থাকে না।
থাকে শুধু ভালোবাসার মৃত নদ।
মৃত নদ স্রোতহীন, দু'পাশে নেই কোন বনানী।
নরসুন্দার মত এ নদ বর্ষায় প্রাণ ফিরে পাবে
কারণ জীবনের আরাধ্য ভালোবাসার চিহ্ন তোমার ঠোঁটে একেঁছিলাম অতীতের
সবুজাভ বর্ষায় প্রকাশ্য দিবালোকে সোহরাওয়ার্দী উদ্যানে।
আমার খুব গর্ব ছিলো
বাংলাদেশের ভালোবাসার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সূচনা যেখানে তোমার আমার ভালোবাসার শুরু সেখানেই।
মৃতনদে মাঝে মাঝে সে চুমুর দৃশ্য দেখতে পায়
যেভাবে দেখেছিলো সেদিন
অবিরাম বৃষ্টিতে রেইন্ট্রির নীচে আশ্রয় নেয়া কাকভেজা মানুষগুলো।
ভাটির দেশের নদ নরসুন্দা যেমন শুষ্ক মৌসুমের
ফলনের জন্য থরে থরে পলি জমা করে রাখে
তেমনি বর্ষায় আমার মৃত নদ
সারাবছর জুড়ে ভালোবাসার জন্য অজস্র পলি দিয়ে যায়।
মৃত নদ ভালোবাসার পলি বয়ে আনে
বর্ণিল স্মৃতির ভেলায়।
এ গাঁয়ের মানুষ অপেক্ষায় আছে
একশ বিশ বছরের অভিশাপ হয়ত একদিনে কেটে যাবে।
ওরা বলীর জন্য প্রস্তুত
অপেক্ষা শুধু ভূ আন্দোলনের।
আমি ও অপেক্ষায় আছি
তবে ভূ আন্দোলনের নয়
শুধু তোমার।
তুমি আসলেই এ মৃত নদ
সাগর সংগমের লোভে পরিণত হবে একটি ভালোবাসার নদীতে।
আমরা দু'জন মিলে নদীর নামকরণ করবো।
এ নদীর দু'ধার হবে শস্য শ্যামল সবুজ
আমারা দুজন মিলে গড়বো দুই তীর
ভালোবাসায় ও সমৃদ্ধিতে এ নদী
ছাড়িয়ে যাবে অন্য সব নদীকে।
এমন একটা নাম চাই যেন
শুনে কিংবা ডেকে অথবা দেখে মনে হবে
একটি স্রোতস্বিনী ভালোবাসার কবিতা।
প্লিজ তুমি এসো-
নামকরণের অপেক্ষায় আছে
একটি ভালোবাসার নদী।