প্লিজ তুমি এসো, নামকরণের অপেক্ষায় আছে একটি ভালোবাসার নদী।
মাঝে মাঝে হয় এরকম
একদম ব্ল্যাংক
ভালো-মন্দ, শুভ-অশুভ, আশা-নিরাশা এবং রঙ
কিছুই থাকে না।
থাকে শুধু ভালোবাসার মৃত নদ।
মৃত নদ স্রোতহীন, দু'পাশে নেই কোন বনানী।
নরসুন্দার মত এ নদ বর্ষায় প্রাণ ফিরে পাবে
কারণ জীবনের আরাধ্য ভালোবাসার চিহ্ন তোমার ঠোঁটে একেঁছিলাম অতীতের
সবুজাভ বর্ষায় প্রকাশ্য দিবালোকে সোহরাওয়ার্দী উদ্যানে।
আমার খুব গর্ব ছিলো
বাংলাদেশের ভালোবাসার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সূচনা... বাকিটুকু পড়ুন