কলেজ লাইফে ক্লাসে একজন কমলা সুন্দরী ছিলো।প্রথম দিন কলেজে পা দিয়েই সুন্দরীর উপর আমার চোখ পড়সিলো

স্যার ঠিক করার পালা।সব ফ্রেন্ডের প্ল্যান ছিলো এক সাবজেক্টের কয়েকজনের কাছে টেস্ট ক্লাস করবো তারপর যার ক্লাস ভালো লাগবে তার কাছে পারমানেন্টলি পড়বো।ফিজিক্স,কেমিস্ট্রি এই পদ্ধতিতে অনুসরিত হলে ও ম্যাথের ব্যাপারে আমি বাগড়া দিলাম।কারণ প্রথম গিয়াই দেখি কমলা সুন্দরী বসে আছে।

আমি পালের গোদা স্যার আমারে অনেক তেল দিলো।আমি নিজে ও মনে মনে ঠিক কইরা নিসি স্যারের কাছেই পড়মু।

বয়'স স্কুলে পড়সি তাই মেয়ে মানুষের ব্যাপারে যেমন আগ্রহ ছিলো



একদিন কলেজে গিয়ে দেখি আমার স্কুলের এক মাম্মী-ড্যাডির পোলা (একটু রিচি এবং একটু ভাব-সাব আসিলো) কমলা সুন্দরীর লগে হাসাহাসি করতেসে




পোলা আমার প্রশ্ন শুনে পুরাই লজ্জাবতী লতা





আমার নিজের গিয়ে কথা বলার সাহস নাই।মেজাজ পুরাই খারাপ কিন্তু কোনো পথ খুজেঁ পাই না।অবশেষে একটা সুযোগ পেয়েই গেলাম।মেয়ে ২দিন স্যারের বাসায় আসেনি।স্যারের কাছে পরে বের হয়ে যাচ্ছি মিস্টি কন্ঠে আমাকে ডাকলো সুন্দরী।আমি নিজের কানরে বিশ্বাস করাইতে পারতেসিলাম না।

---হুম বলো
---আমি লাস্ট ২টা ক্লাস মিস করেছি।তোমার নোট খাতাটা কি আমার কাছে একদিনের জন্য ধার দিতে পারো?
-----(মনে মনে কইলাম সুন্দরী শুধু খাতা কেন তোমার লাইগ্যা পুরা জান হাজির


----কি শর্ত?
-----আমি হাত বাড়িয়ে দিয়ে বললাম "ফ্রেন্ডস"

---সে হাত বাড়িয়ে দিলো।
এভাবেই শুরু হলো ফ্রেন্ডলি ফ্রেন্ডলি খেলা অতঃপর..........


(চলবে)
ফ্রেন্ডলি ফ্রেন্ডলি খেলা অতঃপর......... ----২য় পর্ব
ফ্রেন্ডলি ফ্রেন্ডলি খেলা অতঃপর......... ----শেষ পর্ব
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১