২ দিন আগে ফেসবুকে আবছা মতো হোমপেজে ২টা বাচ্চা মেয়ের ছবি দেখেছিলাম।কেনো যেন আর ডিটেইলস দেখলাম না।আমার নেট স্পিড ভালো না তাই কোনোরকম হোমপেজ একবার আসলে চুপচাপ বসে থাকি।ভূলে রিফ্রেস দেই না।
পহেলা নববর্ষে সারাদিন বাসায় ছিলাম।কোথাও যেতে ইচ্ছে করেনি।সারাদিন বাসায় থেকে খুব বিরক্ত লাগছিলো তাই সন্ধ্যার দিকে আমার প্রিয় বুয়েট ক্যাম্পাসে একটু হাটঁতে গেলাম।বুয়েটে কাছাকাছি যেতেই প্রিয় জুনিয়র মামুনকে অসংখ্যবার কল দিলাম।একটা বারের জন্য ছেলেটা আমার কল রিসিভ করলোনা।মেজাজ এতো খারাপ হইসে কি বলবো মনে মনে প্রতিজ্ঞা করলাম বেকুব বলদ তোরে আমি যদি আর জীবনে কল দিসি!!!!!!!!!!মন মেজাজ খারাপ করে বিপ্লভ ভাইকে কল দিলাম।ক্যাম্পাসে হেটেঁ হেঁটে কিছুক্ষণ উনার সাথে কথা বলে আবার বাসার দিকে রওনা দিলাম।
আজকে জুমার পর কাজিন তুষার পোর্টেবল হার্ডডিস্ক নিয়ে এসে হাজির।আবদার জুড়ে দিলো ভাইয়া আমাকে বুয়েটের হল থেকে কিছু মুভি কপি করে দাও।প্রথমে কল দিলাম কার্টুনকে(আমি আদর করে ওকে কার্টুন ডাকি কারণ ও কার্টুন আকঁতে পছন্দ করে)। সে বললো, "ভাই আমি তো বাইরে আছি"। একে ওকে ফোন দিয়ে না পেয়ে শেষ পর্যন্ত বেকুব-বলদ মামুনকে কল দিলাম।এখন বুয়েট ক্যাম্পাসে পরিচিত তেমন কেউ নেই।তুষারকে বিদায় দিয়ে আমি বুয়েট শহীদ মিনারে বসে ফ্রেন্ডদের সাথে ছুটিয়ে আড্ডা দিলাম।বন্ধুর নতুন প্রেম হয়েছে তাই আজকে আড্ডা ছিলো অনেক মজার।প্রেমিক বন্ধুকে লজ্জা দেয়া থেকে শুরু করে আনন্দিত হয়ে বুকে জড়িয়ে ধরে শুভকামনা জানানো সব আজকের আড্ডায় ছিলো।
সবশেষে বাসায় ফেরত আসার পালা।মুভি কপি করা শেষে মামুনকে বলেছিলাম যাওয়ার আগে তোকে কল দিলে পলাশী মোড়ে চলে আসবি।এটা ছিলো বেকুব-বলদটারে ঝাড়ি মাইরা চৌদ্দগুষ্ঠি উদ্ধার করার আয়োজন।দিলাম কল।মামুন আসলো।শুরু করলাম ঝাড়ি-----------
আমি-----বেকুব-বলদ কোথাকার কাইলকা যে ধরে কয়েক কোটি বার কল দিসি চোখে দেখস নাই।
মামুন---ভাই আমি কালকে ২৪ ঘন্টার মধ্য ২২ ঘন্টা ঘুমাইসিলাম।
আমি----আজাইরা কথা রাখ।এসব বাল সাল কথা লাইফে অনেক শুনসি।আসলে তোর মধ্যে রেসপেক্ট জিনিসটা টোটালী নাই।তুই যদি মনে করোস তোরে ছাড়া আমার জীবন চলবোনা এটা তুই ভূল করবি।আমি তোরে স্নেহ করি তাই তোর খোঁজ খবর নেই।আমার ফ্রেন্ডরা কল দিসে কারো লগে দেখা করলাম না কিন্তু বিকেলে বুয়েটের দিকে আসছি বলে তোরে কল দিসিলাম।কালকে তুই আর্কির অনুষ্ঠানে যাস নাই কিংবা টিএসসি গিয়া ফিল্ডিং মারোস নাই এট নিশ্চয় আমাকে বিশ্বাস করতে হবে না।
মামুন-----ভাই বিশ্বাস করেন কালকে সারাদিন আমি কিছু খায় নাই।অনেক ক্ষিধা লাগসে তারপরো রুম থেকে বের হয় নাই।আমার কিসু ভালো লাগতেসিলো না তাই মোবাইল সাইলেন্ট করে রুমে বসেছিলাম।
আমি----কেন কি হইসে তোর???তোর কি শরীর খারাপ ছিলো নাকি?এরকম কিছু হইলে তুই সেটা আমাকে জানাইলি না কেন?
মামুন---না ভাই।শরীর খারাপ ছিলো না।
আমি----তাহলে ???(তখন আমি মনে মনে চরম ঝাড়ি দেয়ার প্রিপারেসন নিচ্ছি)
মামুন----ভাই আপনি ফেসবুকে ঐ বাচ্চা মেয়ে ২টার ছবি দেখেন নাই?
আমি-----দেখসিলাম মনে হয় কিন্তু ভালোভাবে দেখি নাই।
মামুন----ভাই বাচ্চা ২টার ছবি দেখে আমি খুব গিল্টি ফিল করসিলাম।
আমি----কেনো?এই ছবি দেখে তোর গিল্টি ফিল করার কি আছে?
মামুন--সামান্য একটা রুটির জন্য ২টা বাচ্চা কে পাশবিক ভাবে মারা হইসে এটা দেখে আমি খুব গিল্টি ফিল করসিলাম।
আমি----মানে???(এবার আমি নড়ে চড়ে বসলাম)
মামুন---ভাই আমার অনেক খারাপ লাগসে।অনেকদিন খেতে না পেয়ে ২টা বাচ্চা একটা রুটি চুরি করসে এইজন্য ওদের কুত্তার মতো মারতে হবে!!!!!!!!!!আমি এই দেশের সমাজের উপর এবং মানুষ গুলোর মুখে থুথু ছিটাই।আমি নিজে একজন ব্যর্থ মানুষ বলে এই অনাচারের প্রতিবাদ করতে পারি নাই।ভাই আমি দোষী।আমার দোষ আছে।আমার পান্তা দিয়ে ইলিশ খাওয়ার কোনো অধিকার নাই।আমার টিএসসিতে গিয়ে মাস্তি করারা কোনো অধিকার নাই।আমি নিজেকে কষ্ট দিসি।আমি অপারগ বলে পারিনি।মামুন বলতে বলতে কেদেঁ ফেলসে।
ভাই আমি খেতে পারিনি আমার অনেক খারাপ লাগসে।বিশ্বাস করেন ভাই সামান্য একটা রুটির জন্য মাসুম বাচ্চা গুলোকে জানোয়ারের দল কুত্তার মতো মারসে।ভাই আমি আর এদেশে থাকুম না।অনেক টাকা কামাইতে পারলে দেশে আসমু।এসব রাস্তার বাচ্ছা গুলার জন্য কিছু করতে পারলে দেশে আসমু।তা না হলে জীবনে আর এই দেশে আসমু না।ছোটো বাচ্চার মতো ফুপিয়ে কাদঁতে কাদঁতে মামুন বলতে থাকে..............
আমি----(আমি পুরাই ভ্যাবাচ্যাকা খেয়ে গেসি)....বেকুব-বলদটাকে বুকে জড়িয়ে ধরে বললাম,"ইনশাল্লাহ তুই পারবি।আগে নিজের পায়ে দাড়াঁ তারপর তুই এসব মানুষের পাশে দাড়াঁতে পারবি(বলদ ছেলেটাকে উপদেশ দেয়ার কোনো অধিকার আমার ছিলো না।আমি সিনিয়র হওয়ার সুযোগ নিয়েছি )
বেকুব-বলদ ছেলেটার সামনে আমার মাথা নিজের অজান্তেই নীচু হয়ে গেসে।আমি বুঝতে পারছিলাম না ওকে কি বলবো।আমি জানি না!!!!!!প্রকৃত ঘটনা আমি এখনো শুনিনি।
আমার জীবন স্বার্থক মামুনের মতো একজন সুন্দর মনের মানুষের সাথে আমার দেখা হয়েছে।
ঘটনা সত্যি হয়ে থাকলে বলবো এতো সুন্দর প্রতিবাদ আমি জীবনে দেখিনি।ঘটনাটা আমি মামুনকে হিরো বানানোর জন্য আপনাদের সাথে শেয়ার করিনি।শেয়ার করেছি মামুনের মতো মানসিক বোধ আমাদের সবার মধ্যে জাগ্রত করার জন্য।
কামনা করি মামুনের সুন্দর মন টা সারাজীবন বেচেঁ থাক।আমাদের সবার মন মামুনের মতো সুন্দর হোক।
একটু আগে ফেসবুকে ছবি এবং লিঙ্ক দেখলাম।আমি পোস্টের সাথে যুক্ত করে দিলাম।
Search for Shumi and Piya