কোনো রাজকাহিনি নেই আমার__
বড়জোর ঐতিহাসিক প্রেক্ষাপটে প্রাকৃতের জীবনধারা বয়ান করতে পারি।
পৃথিবীর কোনো মহাদেশ আবিস্কারের কাহিনি আমি জানিনা __
কোনো রাজকন্যার সোনার পালঙ্কের কঙ্কনের নিক্কনে মুখরিত মদির বোল তাও জানিনা,
বড়জোর তোমাকে শোনাতে পারি ;
কার্তিকের কালের সেই দুর্বিষহ আকালের কথা, চৈত্রের খা খা দিন __
আর অনাহারি রাতের ঝিঁ ঝিঁ দের সমবেত সঙ্গীত।
কোনো দৈত্যদানবের পরাক্রমকাহিনি আমার জানা নেই__
ভালোবাসার ভাষার বর্ণমালার সহজপাঠ আমার কাছে দুর্বোধ্য
কালজয়ী কোনো প্রেমের কাহিনী ঘটেনি আমার জীবনে,
আমি কৃষকপিতার শোকার্ত সন্তান এক __
আমি বড়জোর তোমাকে মৃত্তিকার গান শোনাতে পারি।
আমার জীবনে কোনো সাফল্য নেই,
আছে লাঙলের ফলার শব্দে মৃত্তিকার গভীরে ফসলের সম্ভার,
শস্যের শিষে আছে ভালোবাসার শিশির,
সভ্যতার ভাঁজে ভাঁজে আছে আমার পূূর্বপুরুষের ঘাম, পালতোলা নৌকোর বাদাম।
কোনো রাজকাহিনি জানা নেই আমার
শুধু জানি কৃষকের শুক্রিটে জন্মেছে এই জনপদ, এই সভ্যতা
সেই কৃষকপিতার জীবনের গল্প শোনাতে পারি তোমাকে
শোনাতে পারি তাঁর কাদাজলমাখা প্রেমের কাহিনি __
যদি পারো, এসো, ঝিঁঝিঁরাতে জোছনার আলোয় ভিজে পাঠ করি সেইসব কৃষকের
জীবনের কবিতা,সাদাভাতের সুঘ্রাণময় কবিতা।