আজ ভেবে দেখলাম, খুব করে ভেবে দেখলাম, কেউ ভালোবাসে নাই আমাকে
যারা ভালোবাসার কথা বলেছিলো তারা মিথ্যে বলেছে, যারা কাছে এসেছিলো
ভুলে করে এসেছে, ভালোবাসাটাসা কিছু নয়, সব অভিকর্ষ বল, চৌম্বকাবেশ
সব বস্তুর স্বভাবজাত প্রদাহ, সব ভাষার ব্যঞ্জনা, চিনির জন্য হন্য পিঁপড়ে।
ভেবে দেখলাম ভালোবাসা থাকে রক্তরসে, প্রাণের স্ফূরণে, পেটের ক্ষুধায় ;
ভালোবাসা থাকে জৈবিকতার স্বভাবে, ভালোবাসা স্বতন্ত্র কোনো বোধ নয়,
প্রাণের ধর্ম। প্রাণের পেটে যদি ক্ষুধায় জ্বালাপোড়া করে, ভালোবাসা পালায়,
মাল্টিভিটামিনে যদি উদরপূর্তি হয়, ভালোবাসাগুলোও রক্ত রসে রসে জমে।
আজ ভেবে দেখলাম মেঘ দেখে যারা ময়ূরের মতোন পেখম মেলেছিলো
তাদের ভেতরেই ছিলো ঝিনুকের প্রদাহিত মুক্তার দানা, আপন স্বভাবেই
তারা মেলেছিলো বৃত্তি, বিষধর সর্পের মতোন তুলেছিলো ফণা, তারা নিবিড়
হয়েছিলো, আমারো ছিলো অন্তর্গত বিস্ফোরণ, ভূকম্পন, পতন, রমণ...
কাউকে কেউ ভালোবাসে না, ভালোবাসাটা আসলে কিংবদন্তির বিমূর্ত যাদুঘর
ভালোবাসা প্রাণের স্বভাব, অভিকর্ষ বল, উত্তর আর দক্ষিণ মেরুর টান, জ্বর....
১৮.০৭.২০১৪