ব্যাঙ ব্যবচ্ছেদের নামে আমি কারো প্রাণ নাশ করতে চাই না
এমনকি তেলাপোকার জীবনও, কাউকে ভালোবেসে জীবনকে
এক্সপেরিমেন্ট করতে চাই না, জীবনকে কীভাবে যাপন করতে হয়
আমি তার উপরও কোনো জরিপ চালাতে চাই না, এসব ভয়ঙ্কর
কাজ, আগুন নিয়ে খেলা, দপ করে জ্বলতে পারে, জ্বালাতে পারে।
কোনো পরীক্ষায় নিরীক্ষায় নেই আমি, নদীর কাছে শিখেছি গতির সূত্র
গা ভাসিয়ে দিয়েছে অনুকূলে,,সময় কোন গন্তব্যে নোঙর করে করুক,
কীভাবে কোথায় ভাসায় ভাসাক, কেউ ভালোবেসে কাছে আসে আসুক,
তাতে আমার কোনো দায় নেই, দায়িত্ব নেই,।কারন জীবনকে আমি
আহামরি কিছু ভাবিনা, একটা তেলোপোকার জীবন আছে, ব্যাঙেরও
ডানা মেলে যে পাখি সারাদিন ঘুরে বেড়ায় খাদ্যের অন্বেষণে, তারও।
একই তো প্রাণ, জৈবিকতার সূত্রও এক, তবে কেনো জীবনকে
উপভোগের জন্য মরিয়া আমরা,মরণকামড় কেনো দেই, স্বার্থ হাসিলে,
এক জীবনে মানুষ আর কতটুকুইবা ভোগ করে, উপভোগ করে।
১৭.০৭.২০১৪