.
.
.
.
.
.
.
.
ইদানিং নিজেকে বড্ড অসহায় মনে হয়। বিরক্তির লাগে পড়ন্ত বিকেলও, কোন কিছুতেই মন বসাতে পারিনা।
ফেলা আসা দিন গুলি আমাকে বার বার পিছু টানে। প্রতিটি সময় আমাকে প্রশ্ন বিদ্ধ করে আমি কোথায় যাচ্ছি, কি সব বকে বেড়াচ্ছি। কি সব উল্টা পাল্টা ভাবনা আমাকে তাড়া করে বেড়াচ্ছে। বই পড়া, গান শোনা, বিকালে ঘুরতে বের হওয়া কিছুই যেন ভাল লাগে না। সারা দিন কাজ করে সন্ধায় ক্লাস বড় অসহ্য লাগে। ক্লাস শেষে ক্লান্ত শরীরে আর বাসায় ফিরতে ইচ্ছে করে না।
কিছুদিন আগেও তো আমার পাগল প্রলাপ গুলি একত্র করে ব্লগে পোস্ট করতে পারতাম। এখন শত চেষ্ট করলেও তা করতে পারিনা। এখন আর লিখা হয়না কোন কবিতা, বসা হয়না শব্দের গুচ্ছ মিলাতে। ঘন্টার পর ঘন্টা পিসিতে বসে থাকতে ভাল লাগে না। সত্যিই আমি বুঝতে পারছি না কি হয়েছে আমার ???
জানিনা আমার কি হয়েছে, কোথায় যাচ্ছি আমি, কোথায় গন্তব্য আমার…?
সবার কাছে দোয়ার দরখস্ত রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। প্লিজ।
বি দ্র :
ভাল কিছু পোষ্ট পড়ুন এখন থেকে।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৩