আমরা অনেকেই জানি গত গত ২১শে আগস্ট ২০১০ অভ্র কিবোর্ড ভার্সন ৪.৫.৩ রিলিজ হয়েছে। নতুন ভার্সনে ইউনিবিজয় কিবোর্ড লেআউট টি বাদ দেয়া হয়েছে।
অভ্র কে অনেক ভালবাসি, অভ্রের কারণের আজ অনলাইনে বাংলা ভাষার এতো জনপ্রিয়তা। কিন্তু সমস্যা হচ্ছে আমরা যারা ইউনিবিজয় লেআউটে লিখতাম তাদের জন্য। আমরা তো নতুন ভার্সনটি ডাউনলোড করার পর ইউনিবিজয় লেআউটে লিখতে পারবো না।
আমাদের উচিত হবে পুরাতন ভার্সন ই ব্যবহার করা। আর যদি কেউ নতুন ভার্সন ব্যবহার করে ইউনিবিজয় লেআউটে লিখতে চান তবে। পুরাতন ভার্সন থেকে ইউনিবিজয় লেআউটটি কপি করে নতুন ভার্সনে পেস্ট করে দিন। তারপর কম্পিউটারটি রিস্টার্ট দিন।
ফাইলটি পাবেন এখানে : Computer > Local Disk (C > Program files > Avro Keybord > Keybord Layouts > UniBijoy.avrolayout.
যারা নতুন ভার্সন ডাউনলোড করেছেন পুরাতন ভার্সনের ইউনিবিজয় লেআউট দরকার তাহলে আওয়াজ দিয়েন।
আজাইরা ক্যাচাল : লিনাক্স ও কম্পিউটারের কিছু টিপস জানতে চাইলে ঘুরে আসুন হিমেলের ছোট্ট ঘর থেকে।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:১৩