আমরা বেশীরভাগ মানুষই বোধহয় দ্বৈত জীবন কাটাই
আমাদের বাইরের চেহারা একরকম ভেতরটা অন্যরকম;
আমি সাধারণতর কথা বলছি
ধরে নাও আমি আমার কথাই বলছি!
মাঝে মাঝে অন্ধকারে আয়নার দিকে তাকিয়ে চমকে উঠি,
অন্ধকারে ওটা কার ছায়া? কালোর মাঝেও এতই কালো!
আয়নায় কার গাঢ় অবয়ব, রিপুগুলো এত কালো অবয়ব!
ভয়ে আমার নিজেরই চোখ বন্ধ হয়ে যায় নিজের থেকে,
অথচ দিনের বেলায় আমার কি দারুণ চেহারা, সবার কাছে
ভালো মানুষী যেন ঠিকরে বের হয় চেহারা থেকে;
আচ্ছা! এই যে দ্বৈত স্বত্বার কথা বলছি!
অথচ আমি তো নিজের ভেতর অনেকগুলো স্বত্বা দেখছি,
ঘরে একরকম স্বত্বা, বাইরে অন্যরকম
মা-বাবার সাথে একরকম, সন্তানের সাথে যার কিছু মেলে
আবার স্ত্রীর সাথে অন্যরকম, প্রেমিকার সাথে আরেকরকম
বন্ধুদের সাথে? ও আমি আরেক মানুষ, সম্পূর্ণ ভিন্ন রকম;
আবার রাতের অন্ধকার হলে যখন রিপুগুলো কামড়ে ধরে!
তখন আমি তো আর আমাকেই চিনি না
মাঝে মাঝে সকাল হলে ভাবি রাতে ওটা কি দেখেছি?
মানুষ না হায়েনা?
আচ্ছা! তা হলে মানুষের স্বত্বা কি অনেকগুলো?
নানা রঙের ঘুড়ির মত! রংবেরং এর রংধনু যত!
মানুষ শুধু শুধুই দ্বৈত স্বত্বার কথা বলে
আমায় আগে দেখলে হয়তো বহু স্বত্বার প্রচলন হতো!
২৩ জুন, ২০২০
#কবিতা
বহু স্বত্বা
- যাযাবর জীবন
ছবিঃ নেট থেকে সংগৃহীত, এডিট করা।