খোলস বদল
- যাযাবর জীবন
পলকহীন মাছের চোখ
না হয় দেখাক আপাত: মৃত
জলের সাথে মিশে থাকে
পদ্মপাতায় জলকুমারীর স্বপ্ন দেখে হাসে,
কাঁদে স্বপ্নভঙ্গে;
জলের সাথে লোনাজল
এক ধারায় অবিরত,
কে বোঝে?
আমি মাছ চোখে চেয়ে থাকি
স্বপ্নভঙ্গ দেখি
শব্দের
কবিতার
প্রেমীদের
কবিদের
মানুষের।
প্রেমী হতে হতে কবে যে কবি হয়ে গিয়েছি
কবি হতে হতে কতবার মানুষ হতে চেয়েছি
মানুষ হতে হতে কবে যে মাছ হয়ে গিয়েছি
জানি না,
এখন আর কিছুতেই কিছু যায় আসে না;
তোমাদের ব্যবহারে ধন্য হয়ে গিয়েছি
ক্রমাগত ধন্য হতে হতে চোখের পর্দা খুলে রেখেছি
এখন আমি খোলস বদলে ফেলা শিখে নিয়েছি
ভেতর ও বাইরের, আপাদমস্তক।
এবার কাঁদাও তো আমায় দেখি!!