ভালবাসা কি শুধুই দুটি মানুষের
মধ্যে সীমাবদ্ধ?শুধুই কী বিপরীত
লিঙ্গের মানুষের প্রতিই
ভালোবাসা জন্মায়?কী জানি বাবা!
আমার তো মনে হয়,ভালোবাসার জন্য পুরো পৃথিবীটা পড়ে আছে।
আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে লক্ষ লক্ষ ভালোবাসার উপকরণ।তারা অপেক্ষায়
আছে।তাদেরকে ভালোবাসার অপেক্ষায়।
আমার তো কত কিছুকেই
ভালোবাসতে ইচ্ছে করে।আকাশ
ভালোবাসি,আকাশে যে ঘুড়ি উড়ছে তাকে ভালোবাসি,আবার
সুতা ছিঁড়ে ছিটকে পড়া ভাঙ্গা ঘুড়িটাকেও ভালোবাসি।বাবা মা,বন্ধু ,ঐ দূরে বসে থাকা ডানাভাঙ্গা একলা শালিক,সবই
ভালোবাসি।
ভালোবাসা অনেক বিশাল একটা ব্যাপার।চার অক্ষরের মধ্যে ভালোবাসার অর্থ ব্যক্ত করা রীতিমত অসম্ভব ব্যাপার।
ভালোবাসার কথা বলা বড় ব্যাপার না,ভালোবাসতে পারাটাই হল বড় ব্যাপার।
তার চেয়েও বড় ব্যাপার হল
ভালোবাসা কে ভালোবাসা,ভালোবাসার
প্রেমে পড়া।
তবুও কেউ যদি জিজ্ঞেস
করে আমি কেমন ভালোবাসার "বিশেষ মানুষ" চাই
তবে আমি বলবো,আমাকে ভালোবাসতেই
হবে এমন কোন কথা নেই।
ভালোবাসাকে ভালোবাসলেই চলবে।
আমি ভালোবাসা কে ভালোবাসি,আমি ভালোবাসার
প্রেমে পড়েছি।
হৃদয় তারই অপেক্ষায় আছে,যে আমার মতোই
ভালোবাসা কে ভালোবাসে,যে ভালবাসার প্রেমে পড়েছে।
[এই লেখাটি লিখেছিলাম ২৫ শে জুন,২০০৮ ইং ।
১১ ই আষাঢ়,১৪১৫ বঙ্গাব্দ ।অর্থাত্ প্রায় চার বছর আগে।কিছুদিন আগে আমার এক বন্ধু একই ধরনের একটা লেখা লিখে,যেন এই লেখাটিরই পুণরাবৃত্তি।অথচ তার সাথে আমার বন্ধুত্ব হয়েছে অনেক পরে।এই লেখাটির কথা জানা তার জন্য রীতিমত অসম্ভব একটা ব্যাপার।কারণ আমার লেখাটি অপ্রকাশিত।
প্রকৃতিতে অদ্ভুত অনেক ঘটনাই ঘটে।এটি সেরকমই একটি ঘটনা।তাই আমার লেখাটি উত্সর্গ করলাম আমার সেই বন্ধু জুনায়েদ রাহিমীন কে।]