অনেক দিন থেকে সামওয়্যারইন ব্লগে আসার জন্যে আমার খুব প্রিয় একজন মানুষ যাকে আমি বয়ফ্রেন্ড বলি , অন্যদিকে তিনি আমার নানা । প্রেরণার বীজ বপন করেই যাচ্ছেন প্রতিটি মূহুর্তে । আমাদের কিছু কথোপকথোন এমনঃ
নাতনী পাইসোস তোর আগের পাসওয়ার্ড?
না গো নানা পাই নাই
তুই যে কি রে নাতনী ! দাঁড়া আবার তোরে আমি নিজেই খুইল্যা দিমু
এরপর বেশ কিছুদিন থেমে রইলো এই প্রসঙ্গ । আবার আরেকদিন শুরু করলোঃ
নাতনী এই ফেসবুকে তোর লেখার মূল্য নাই । তুই ব্লগে লিখ নাতনী । তোর মতো মানুষের লেখার চাহিদা আছে ব্লগে ।
নানা পারিনা খুলতে । অনেক চেষ্টা করসি কিন্তু খালি কয় এই ই-মেইল আর কাজ হইবো না । এখন আরেকটা মেইল আইডি খুলতে হইবো ।
তাইলে তুই খুলোস না ক্যান ? আমার সময় হয় না তাই পারতাসি না তুই ব্লগে আয় নাতনী
এই বুড়োর জ্বালায় শেষ পর্যন্ত এলাম সামওয়্যারইনে । এসেই পোষ্ট দিলাম একটি কবিতা । আজ যদি দেখে নীলাঞ্জনা কে এখানে লাফাবে আমার বয়ফ্রেন্ড জীশান এস ইকরাম ।
তবে এটা ঠিক ভালো লাগছে খুব । নিজস্ব আরেকটি ভুবন তৈরী হলো । সবটুকুর প্রাপ্তি নানা তোমার । অনেক অনেক ভালোবাসি তোমায় । লাভ ইয়্যু বয়ফ্রেন্ড ।