আমরা যে যার কাজে ব্যস্ত। কেউ এখন ডাঃ জাকিরের জিকির নিয়ে ব্যস্ত, কেউ সেলফি নিয়ে ব্যস্ত, কেউ কমিশন নিয়ে ব্যস্ত, কেউ বোমা মারায় ব্যস্ত, কেউ ব্রেইন ওয়াশে ব্যস্ত, কেউ রাজনীতি নিয়ে ব্যস্ত, কেউ পরকিয়ায় ব্যস্ত,!
টার্গেট সবার একটাই - টাকা কামানো, বর্তমানে বা ভবিষ্যতে এবং তা যেভাবেই হোক! টাকা কামানোতে নাগরিকরা ন্যায় অন্যায় ভুলেই গেছে! প্রায় সবাই চায়, দুর্নীতি চলবে, পরকিয়া চলবে, প্রতারণা চলবে, মাদক ব্যবসা চলবে, কোচিং ব্যবসা চলবে, খাবারে ভেজাল চলবে, কিন্তু দেশে কোন সমস্যা থাকবে না! সবাই নিরাপদ থাকবে!
মামা বাড়ির সবচেয়ে বড় আবদার সম্ভবত এটাই।
আমি দুর্নীতি করবো, অন্যের বউ বা কচি মেয়ে নিয়ে ফুর্তি করবো, অন্যের জামাই নিয়ে ফুর্তি করবো, দুর্নীতির টাকা দিয়ে ছেলেমেয়েদের লেখাপড়া করাবো, ফুটানি করবো, কিন্তু দেশটা ভালো চলবে!
আমরা ব্যবসা করবো কিন্তু দুই নাম্বার ব্যবসা করবো, ব্যাংকের টাকা মেরে খাবো, এবং ৯৯% ব্যবসায়ী ভুয়া অ্যাকাউন্টস শো করে।
এতো আকাম কুকাম আমরাই করছি, কিন্তু আবার বলছি ন্যায় পরায়ণ রাষ্ট্রের কথা!
মানে আমি ঘুষ খাবো, দুই নাম্বারি ব্যবসা করবো, ট্যাক্স দিবো না! দুনিয়ার সব আকামকুকাম করবো কিন্তু দেশ চলবে ঠিকমতো! কী রকম ভয়াবহ মামা বাড়ির আবদার করে যাচ্ছি আমরা!
আসলে ব্রেইন ওয়াসড কারা জানেন? দুর্নীতি এমনভাবে আমাদের ব্রেইন ওয়াশ করে দিয়েছে যে আমরা এটাকে খারাপই মনে করছি না, এর চেয়ে ভয়াবহ ফলাফল যা যে দুর্নীতি করে এবং করে না - দুপক্ষকেই দিতে হয়, সেই ফলাফল আমাদের মাথায় নেই!
দুর্নীতিবাজরা বলছে , দুর্নীতি আমাদের অধিকার! বোমাবাজরা বলছে, বোমা মারা আমাদের অধিকার!
জঙ্গিদের আমরা ব্রেইন ওয়াশড বলে দিচ্ছি, আমরাও যে ব্রেইন ওয়াশড হয়েছি অনেক আগেই, তা বুঝতে পারছি কি?
ব্রেইন ওয়াশড না হলে, যেখানে ঘুষ বেশি, সেখানেই সবাই দৌড়াচ্ছে কেন? ব্রেইন ওয়াশড না হলে, বাবা মায়েরা ভালো ছেলে না, ঘুষখোর পাত্রের পিছনে উন্মাদের মতো দৌড়ায়? শুধু কী বাবা মায়েরা দৌড়ায়? নারীদের একটা বড় অংশই তো চরম লোভী হয়ে গেছে - চরমভাবে ব্রেইন ওয়াশড হয়ে গেছে।টাকা ওয়ালা জামাই চাইই চাই, টাকা কোথা থেকে আসবে, জানতে চায় না। ঘুষখোর পাত্রের দাম যেখানে সবচেয়ে কম হওয়ার কথা, সেখানে সবচেয়ে বেশি!
ব্রেইন ওয়াশড না হলে, বাচ্চাদের প্রথম শ্রেণিতে ভর্তি করতে গিয়ে বছরে শত শত কোটি টাকার ঘুষ দেয় অভিভাবকরা?
ব্রেইন ওয়াশড না হলে, লিটনের ফ্লাটে দৌড়ায়?
ব্রেইন ওয়াশড না হলে, বাবা ছেলের জন্য ঘুষের টাকা রেডি রাখে?
ব্রেইন ওয়াশড না হলে, লিটনের ফ্লাটের আবিষ্কারক দেশের সবচেয়ে জিনিয়াস পরিচালক হিসাবে মর্যাদা পায়?
ব্রেইন ওয়াশড না হলে, আমরা মুক্তিযুদ্ধের গল্প শুনি লুচ্চাদের কাছে?
ব্রেইন ওয়াশড না হলে, ১২ হাজার টাকার জামা ঈদের সময় ৪৫ হাজার টাকা দিয়ে কিনি?
ফকির লালন সাঁই অনেক আগেই বলে গেছেন,
"দুনিয়াটা কানার হাটবাজার!
এক কানা কয় আরেক কানারে,
চলো এবার ভবপারে!
নিজে কানা, পথ চিনে না!"
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০৪