বাবা দিবসে সেই সব রিয়েল হিরো বাবাদের স্যালিউট জানাই।(মন্তব্য করার পূর্বে শেষ প্যারা পড়লে ভালো হয়)
ডাক্তার বাবাদের জন্য – একজন চিকিৎসক বানাতে এদেশের গরীব মানুষরা তাদের সর্বস্ব দিয়েছে। বাংলাদেশে দারিদ্রের একটা বড় কারণ অধিকাংশ ডাক্তার বাবাদের কসাইসুলভ আচরণ। বাবা দিবসে বলতে চাই, তোমার ঔষধ কোম্পানি, ক্লিনিক, ডায়াগনোস্টকে সেন্টারগুলো থেকে টাকা খেয়ো না – তোমাদের মাধ্যমেই এদেশের গরীব মানুষের রক্ত চুষে টাকার পাহাড় গড়ছো তোমরা আর ঔষধ কোম্পানির মালিক, হাসাপাতাল, ক্লিনিক, ডায়াগনোস্টিক সেন্টারের মালিকরা।তোমরা এমনি টাকার পাগল যে এক থানা থেকে পাশের থানাতেই বদলি হতেও তোমরা অন্য ডাক্তারের কাছে হাজার হাজার টাকা খাও। মানুষের চিকিৎসা ব্যয় তোমাদের কারণে আজ আকাশ্চুম্বী, হাজার হাজার মানুষকে নিঃস্ব করছো তোমরা। স্বাস্থ্য খাতের ভয়াবহ দুর্নীতি না হলে এ দেশের সব সন্তান্দের শিক্ষা এবং স্বাস্থ্য নিশ্চিত করা যেতো।এক জীবনে কতো টাকা লাগে? প্লিজ, বাবারা কসাই হয়ো না, বাবা হও।
ইঞ্জিনিয়ার বাবাদের প্রতি – গল্প আছে দেশের সবচেয়ে সুন্দরী মেয়েদের তোমরাই বিয়ে করো। সমাজে তোমাদের অনেক দাম। কারণ তোমাদের অনেক ঘুষ, তোমাদের অনেক টাকা। ডাক্তাদের বড় অংশটা যেমন কসাই, তোমাদের বড় অংশটা চোর। দেশের উন্নয়ন বাজেটের পুরোটাই তোমরা বাস্তবায়ন করো। তোমাদের চুরির কারণে দেশের মানুষকে দ্বিগুণের বেশি টাকা খরচ করতে হয় নির্মাণকাজে। তোমাদের সীমাহীন চুরির কারণে বাংলাদেশে নির্মাণ খরচ এখন পৃথিবীতে সবচেয়ে বেশি। দেশের টাকা যেভাবে তোমরা লুটপাট করে খাও, মদ জুয়ার আসরে খরচ করো, দেশের বাহিরে পাচার করো, তা দিয়ে ২০/২৫ টা পদ্মা সেতু করা যেতো, দেশের নির্মাণ কাজের অর্ধেক টাকা বেঁচে যেতো আর সেই টাকা দিয়ে সব শিশুদের শিক্ষা, স্বাস্থ্য নিশ্চিত করা যেতো। বাবার চোর হয়ো না, বাবা হও।
আমলা বাবাদের প্রতি – তোমরা ফাইল আটকে দাও, দেশের উন্নয়ন থামিয়ে দাও। খরচ বাড়িয়ে দাও। তোমরা রাষ্ট্রীয় সম্পদ লুট করো। আর ব্যবসায়ীদের সাথে মিলেমিশে এ গরীব দেশটাকে লুট করে খাচ্ছো।তোমরা লুট না করলে এ দেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো। প্রতিটি সন্তান পেতো শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার। তোমাদের কারণে যোগ্যরা চাকুরি পায় না, তোমাদের কারণে টাকা দিয়ে চাকুরি নিতে হয়, এদেশে মেধাবীরা থাকে না। তোমাদের হারাম টাকায় আমরা আরাম করি, বিশ্বাস করো আমরা আরাম চাই না। আমরা এমন এক বাবা চাই, যে কষ্ট করবে, আমরা সেই কষ্টের টাকায় চলবো, তবু রাষ্ট্রের টাকা লুট করে আমাদের খাইয়ো না! তোমাদের কারণে দারিদ্র থাকছে, লক্ষ লক্ষ মেয়ে শরীর বিক্রি করে খায়, লাখ লাখ শিশুদের কাজ করে দুবেলা ভাত যোগার করে খেতে হয়। তোমরা ফাইল সন্ত্রাস বন্ধ করলে দেশের সব সন্তানদের স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করা যেতো। বাবারা তোমরা ফাইল সন্ত্রাসী হয়ো না, বাবা হও।
পুলিশ বাবাদের প্রতি – তোমরা নাকি সবচেয়ে বেশি ঘুষ খাও। ভিক্ষুক, রিক্সাচালক থেকে শুরু করে সবার কাছে থেকে ঘুষ নাই, জোর করে টাকা নাও। টাকা না দিলে গুলি করে মারো, থানায় নিয়ে মারো, কেরোসিনের চুলা উলটে দিয়ে আগুনে পুড়িয়ে মারো, মিথ্যা মামলা দাও, দেশের মাদক ব্যবসার নিরাপত্তা দাও, মানুষকে নিরাপত্তা দাও না, মানুষকে যতো ধরণের হয়রানি করা যায়, তোমরা করো শুধু টাকার জন্য। দেশের সব অপরাধের সাথে তোমরা জড়িতে। টাকা খেয়ে তোমরা মানুষ খুন করে বস্তা ভরে নদীতে ফেলে দাও!সবাই বলে, তোমরা নাকি লাইসেন্সধারী দেশের সবচেয়ে বড় সন্ত্রাসী। কতো নারী পাচার হয়, কতো শিশু পাচার হয়, কত লাখ লাখ সন্তান ইয়াবা খেয়ে আজ ধ্বংসের মুখে – আর এসবকে পুজি করে তোমরা সম্পদের সাম্রাজ্য গড়ছো। বাবারা, এতো সম্পদ দিয়ে কী হবে ? অসংখ্য মানুষে অভিশাপে তোমাদের পিছু ছাড়বে না। তোমাদের মতো এতো অভিশাপ কেউ পায় না। তোমরা চাইলে শিশু পাচার বন্ধ হবে, নারী পাচার বন্ধ হবে, মাদক বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে। তোমরা লাইসেন্সধারী সন্ত্রাসী হয়ো না, বাবা হও।
সৎ বাবাদের প্রতি – তোমাদের সালাম জানাই। তোমরা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আমলা, কেউ শিক্ষক, কেউ পুলিশ, কেউ শ্রমিক, কেউ কৃষক। তোমরাই এদেশের সম্ভাবনা এখনও টিম টিম করে জ্বালিয়ে রেখেছো। তোমার সহকর্মীরা যখন টাকার পাহাড় গড়ছে, তখনো তা দেখে তুমি বিচ্যুত হওনি। আমাদের জন্য বিরামহীন কষ্ট করেছো, আমরা কষ্টের টাকায় মানুষ হয়েছি, যতটুকু হয়েছি তা কষ্ট করেই হয়েছি, এই ভয়াবহ লুটপাট, দুর্নীতির মধ্যেও যে সৎ জীবন সম্ভব, তোমরাই তা দেখিয়োছো। দেশে যতটুকু ভালো কাজ হয়, তোমাদের সাহস, ভালোবাসা আর দেশপ্রেমের কারণেই হয়, এদেশের যতটুকু সম্ভাবনা তৈরি হয়েছে তোমাদের মতো সৎ বাবাদের কারণের হয়েছে। তোমারাই রিয়েল হিরো বাবা।
বাবা দিবসে রিয়েল হিরো বাবাদের স্যালিউট জানাই।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৬ রাত ১০:৫১