তোমার অবাক হওয়া দেখে আমি বিস্মিত হইনা
সেও একদিন এরকমই বিহ্বলতায় উচ্ছ্বসিত হয়েছিলো
তোমার সাগর পাড়ে সূ্র্যস্নান
কিংবা আছড়ে পড়া ঢেউয়ের সাথে কথা বলা,
কোনটাই আমার নজর কারে না।
তুমি আজ যেমন করে নৌকোয় চড়ে-
নদীর পানিতে নূপুর ভিজাও,
হাত দিয়ে ছড়াতে চাও জলকণা
আমারই দিকে ---
সেও একইভাবে চেয়েছিল।
আবছা কুয়াশাতে সেও গোধূলী দেখতো
ধূসর অমাবশ্যায় খুঁজে ফিরতো পঞ্চমীর চাঁদ
শরতের মেঘ হয়ে বৃষ্টি ঝরাতো বসন্তে
পড়ন্ত বিকেলে ভুলোমনে আওরাতো
দু 'একটা কবিতা---
তোমারই মতো।
এমনই এক পাতাঝরা গাছের নিচে
সেদিনটাই ফিরে এল
তোমার সাথে
অনুযোগে,কিছু অভিমানে--
বৃষ্টিস্নাত বসন্তের দ্বিতীয় প্রেমে।