অবাক হয়ে দেখি ফুলের পাঁপড়ির মতো
ছড়িয়ে আছে মায়েরা...
মাতৃবন্দনা। মা-কে নিয়ে অজস্র লেখা
তুলে নিয়ে মালা গাঁথতে বসেছিলাম,
হৃদয়ে রঙধনুরা ডাক দিয়েছে,
আমিও আকাশের মতো বিস্তৃত হয়ে গেলাম।
কিন্তু হঠাৎ আমার সুগন্ধি মালাটি এলিয়ে পরলো-
কিছুতে সেটা আর বাঁধা পরলো না।
ভালো করে চেয়ে দেখি, সেখানে আমার মা নেই,
সেই ফুলটি কথন যেনো ঝড়ে গেছে।
মনে পড়লো এক শীতার্ত রাতের কথা......
আমার কোলে, হ্যাঁ আমার কোলেই মাথা রেখে
মা বলেছিলেন- বাবা আসি।
আর ফেরেননি তিনি।
আমার মালাটি অসমাপ্ত রয়ে গেলো কিংবা রয়ে যেতো
যদিনা নীল কষ্টগুলোকে দূরে রেখে ফিরে আসতাম-
বহমান অশ্রুর একটি ফোঁটা তুলে নিলাম।
আহা! সেটা দিয়ে গাঁথা হয়ে গেলো মায়ের মালাটি...
দীর্ঘশ্বাসের মেঘ সরিয়ে আবার বিস্তৃত হয়ে গেলাম আকাশে -
সালাম তোমাদের; ভালো থাকো- বেঁচে থাকো মায়েরা।।