আমার অফিসের একজন কর্মচারী। ৩৫ বছর বয়স। লম্বা কালো দাড়ি এবং টুপি। চরমোনা্ই পীরের মুরিদ।জামাত দুচোখে দেখতে পারে না। তাকে গত কয়েকদিনে দু্’বার পুলিশে ধরেছে। একবার তাকে রাস্তায় যেতে নিষেধ করে গালি দিয়ে বলেছে - ঐদিকে যাবেন না, স্যারে দেখলে পিটাবে।আর আজ সে কুষ্টিয়ায় গিয়েছে অফিসের কাজে। সকালে RAB তাকে ধরেছে।অনেক জেরা করার পরে কাজ করতে নিষেধ করে ছেড়ে দিয়েছে। বেচারা ভয়ে অস্থির। ফোন করে বলেছে, আমি আজ কাজ করতে পারবো না।
আমার আরেক ভাতিজা। ছাত্র এবং ভাষা আন্দোলনের সংগঠক প্রতিষ্ঠান তমদ্দুন মজলিসের কাজ করে। ২৪বছর বয়েস, কিন্তু দাঁড়ি রেখেছে। তাদের শহীদ দিবসের একটা অনুষ্ঠানের প্রেস রিলিজ দিতে গিয়ে মতিঝিল শাপলা চত্বরে ১৫/২০ জন RAB সদস্য দ্বারা ঘেরাও হয়।নানা ধরণের প্রশ্নের মুখে বেচারা আমতা করে তমদ্দুন মজলিস নামটি বললে তারা বলে , এটা কি সংগঠন? স্যারকে বলো। স্যার প্রেস রিলিজের কাগজ এবং সব শুনে বললেন- ও, ঠিক আছে, তমদ্দুন মজলিস অনেক পুরান সংগঠন, সাধারণ পাবলিক। ছেড়ে দাও। ততক্ষণে চারিদিকে মানুষের ভীড়। সে চলে যাবার সময় আশেপাশের মানুষের মন্তব্য -ঐ মিয়া, এ্ই বয়সে দাড়ি রাখছো ক্যান? - এখন বোঝো !বেচারা ভয়ে সরাসরি বাসায় চলে গেলো।এখন বেরোতে ভয় পাচ্ছে।
এগুলো কেনো হচ্ছে?
সাধারণের স্বাভাবিক চলাচল কেন ব্যাহত হচ্ছে?
কেন মানষিক টর্চার হচ্ছে?
এ্ দিকে সরকারের জরুরী নজর দেয়া দরকার।নাহলে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।