ভাল্লাগে না সুখ জামাটা রোদ মাখে রোজ অন্যখানে
আমার জুতোর সুকতলীটা ঘষটে গ্যাছে এই এখানে ।
“বেশতো আছি"র এনার্জী প্যাক সন্ধে নাগাদ না ফুরোতো!
মাথার উপর রাতের আকাশ জোনাকী ঘুম ফ্রী বিলোতো!
এই বোশেখের ইলিশ শাড়ী বদলা দিয়ে তিস্তা হতো!
পিছল পুরু চামড়া ভেদে আত্মাদরে আঘাত হতো ।
মন মতি সব তালা দিয়ে চাবী দিলাম পাশের বাড়ী
খুন ডাকাতী সব বেহাতী - নিজের লোকেই দিলাম আড়ি।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৮