অপেক্ষায় চোখে জল।
============
সবুজ পাতা ঝরে গেল ঝড়ের আঘাতে
তবুও শুকিয়ে মরে তোমার পথে পথে।
তুমি দলে গেলে চলে এলেনা কুড়াতে
তোমার স্মৃতি কাঁদায় তারা ভরা রাতে।
চাঁদের আলো দেখ কালো মেঘের কোলে
দূর বনে জোনাকী তবু থাজে জ্বলে।
তুমি আধার ঘরে আলো এলেনা ছড়াতে
তোমার স্মৃতি কাঁদায় তারা ভরা রাতে।
দিনের শেষে মনের দেশে গোধূলী বেলা
দিগন্তে আবীর তবু বসে করে খেলা।
তুমি নীড়ে ফিরে এলেনা আলো জ্বালাতে
তোমার স্মৃতি কাঁদায় তারা ভরা রাতে।